সাতকানিয়া মডেল হাই স্কুল
সাতকানিয়া মডেল হাই স্কুল বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান৷ এটি বয়েজ স্কুল নামে সমধিক পরিচিত৷[১][২]
সাতকানিয়া মডেল হাই স্কুল | |
---|---|
অবস্থান | |
স্কুল রোড, সাতকানিয়া, চট্টগ্রাম | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯০২ |
বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
ইআইআইএন | ১০৪৯৯৫ |
প্রধান শিক্ষক | মো ইলিয়াস (ভারপ্রাপ্ত) |
অনুষদ | বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও ভোকেশনাল |
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
শিক্ষার্থী সংখ্যা | ১৫০০+ |
শিক্ষা ব্যবস্থা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | টাউন |
প্রকাশনা | ঊষা |
EIIN নাম্বার | ১০৪৯৯৫ |
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি সাতকানিয়া উপজেলা সদরের পশ্চিমে এবং সাতকানিয়া থানার পূর্বে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাসাতকানিয়া মডেল হাই স্কুল ১৯০২ সালে স্থাপিত হয়।
অবকাঠামো
সম্পাদনাস্কুলের বেশ কয়েকটি একাডেমিক ভবন আছে। এর লাইব্রেরীটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সংযুক্ত। ৫২ এর ভাষা সৈনিক ও ৭১ এর মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে রয়েছে শহীদ মিনার। বিজ্ঞান শিক্ষার নিমিত্তে এখানে সুসজ্জিত এবং পরিপূর্ণ ল্যাব রয়েছে পদার্থ বিদ্যা, রসায়ন, জীব বিদ্যা, কম্পিউটার বিজ্ঞান। রয়েছে ছাত্রাবাস ও ক্যান্টিন। বিদ্যালয়ের পাশেই স্কুল মসজিদ রয়েছে।এটি স্কুল মসজিদ নামে পরিচিত৷ ছাত্র-শিক্ষকরা এখানে একসাথে নামায আদায় করে থাকেন। এছাড়া পার্শ্ববর্তী এলাকার মুসল্লীদের জন্যেও এই মসজিদ উন্মুক্ত থাকে।
শিক্ষকবৃন্দ
সম্পাদনাপ্রাক্ত প্রধান শিক্ষকবৃন্দ
- মরহুম আব্দুল মোমেন চৌধুরী (১৯৮৪-২০১২)
- রফিকুল ইসলাম (২০১২-২০২০)
- বর্তমান প্রধান শিক্ষক
মো: ইলিয়াস (ভারপ্রাপ্ত)
ব্যবস্থাপনা
সম্পাদনাএকাডেমিক কার্যক্রম
সম্পাদনাসহশিক্ষা কার্যক্রম
সম্পাদনা- স্কাউট
- বিশ্ব সাহিত্য কেন্দ্র
- খেলাধুলা৷
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- ছিদ্দিক আহমদ - বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
- শহীদুল জহির - ঔপন্যাসিক, গল্পকার এবং সরকারি পদস্থ কর্মকর্তা।
- আনোয়ারুল আজিম আরিফ - শিক্ষাবিদ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://satkania.chittagong.gov.bd/node/660144/সাতকানিয়া-মডেল-হাই-স্কুল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Satkania Model High School"। sohopathi.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৫।