আনোয়ারুল আজিম আরিফ

বাংলাদেশী শিক্ষাবিদ

আনোয়ারুল আজিম আরিফ হলো একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[][] এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[]

অধ্যাপক
আনোয়ারুল আজিম আরিফ
উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৫ জুন ২০১১ – ১৪ জুন ২০১৫
পূর্বসূরীমোহাম্মদ আলাউদ্দীন (ভারপ্রাপ্ত)[]
উত্তরসূরীইফতেখার উদ্দিন চৌধুরী
উপাচার্য
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কাজের মেয়াদ
২৮ মার্চ ২০২১ – আগস্ট ২০২৪
চেয়ারম্যান
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
কাজের মেয়াদ
২০১৭ – ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-05-01) ১ মে ১৯৫১ (বয়স ৭৩)
সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাফিলিপাইন্স ইউনিভার্সিটি (এমবিএ)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বি.কম ও এম.কম)
পেশাঅধ্যাপক

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১৯৫১ সালের ১ মে জন্মগ্রহণ করেন। তার পিতা সাইদুর রহমান।[][]

শিক্ষাজীবন

সম্পাদনা

আনোয়ারুল আজিম আরিফ ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম এবং এম.কম সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮২ সালে ফিলিপাইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

কর্মজীবনে তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন। ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য[] এবং ২০১১-২০১৫ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[]। এছাড়া, ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ব্যক্তিগত জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক। স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিনী।[]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

অধ্যাপক আজিম ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ কর্তৃক এশিয়ার ‘বেস্ট বি স্কুল অ্যাওয়ার্ড ২০১২’র বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পদকে ভূষিত হয়েছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Office of the Vice Chancellor" [উপাচার্যের দপ্তর]। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ"। banglanews24। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  3. "এসআইবিএলের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম"। একুশে টেলিভিশন। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  4. "আনোয়ারুল আজিম আরিফ আইআইইউসির নতুন উপাচার্য"। Bangladesh mail। ১৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  5. "=প্রখ্যাত ব্যক্তিত্ব"জাতীয় তথ্য বাতায়ন। ৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  6. "চবির নতুন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ"। বাংলা নিউজ। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  7. "আইবিসিএফের নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম"। ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১