সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়
সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয় পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। বিদ্যালয়টি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়।[১] বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এছাড়া বিদ্যালয়ের কলেজ শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ানো হয়।
সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
, ৬৬২০ | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯১৭ |
প্রতিষ্ঠাতা | হরিপ্রসাদ ঝুন ঝুনওয়ালা |
চেয়ারপারসন | উপজেলা নির্বাহী অফিসার |
অধ্যক্ষ | আইনুল ইসলাম |
লিঙ্গ | সহ-শিক্ষা |
ভাষা | বাংলা |
ডাকনাম | এস এম স্কুল |
ইতিহাস
সম্পাদনা১৯১৭ সালে মাড়োয়ারী সম্প্রদায়ের হরি প্রসাদ ঝুনঝুনওয়ালা পদ্মা নদীর তীরে "সাঁড়া" নামক অঞ্চলে সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়টি প্রথম প্রতিষ্ঠা করেন। নদী ভাঙনের আশঙ্কায় বিদ্যালয়টির স্থানান্তরিত করে ঈশ্বরদী শহরে নিয়ে আসা হয়।[২] প্রতিষ্ঠানের অঞ্চল "সাঁড়া" ও প্রতিষ্ঠাতার সম্প্রদায় "মাড়োয়ারী" মিলিয়ে বিদ্যালয়টির নাম রাখা হয় সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন বিদ্যাধর দাসগুপ্ত। [৩]
স্বাধীনতা সংগ্রামে অবদান
সম্পাদনা১৯৫২'র ভাষা আন্দোলন, ১৯৬২’র ছাত্র আন্দোলন, ১৯৬৬’র ছয়দফার আন্দোলন, ১৯৬৯’র গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই বিদ্যালয়ের ছাত্ররা ছিল অগ্রগামী। ১৯৬৪ সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান এখানে জনসভার আয়োজন করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদে সেই জনসভা ভণ্ডুল হয়ে গিয়েছিল।[২]
সংক্ষিপ্ত বিবরণ
সম্পাদনা২০১১ সালে এই বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয় শাখায় মাত্র ১৬ জন শিক্ষক ও ১৩১১ জন শিক্ষার্থী আছে। কলেজ শাখায় ২০ জন শিক্ষক এবং ৭৫০ জন শিক্ষার্থী আছে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ এই বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পদে আছে।[২]
ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্রে ৮.১৯ একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। এখানে ১৫০ ফুট প্রশস্ত এবং ১৮০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি খেলার মাঠ রয়েছে। এছাড়া এই বিদ্যালয়ে একটি বইসমৃদ্ধ লাইব্রেরী ও বিজ্ঞানাগার আছে।[২]
২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে শতবর্ষ উৎযাপিত হয়।[৪]
কৃতি শিক্ষার্থী
সম্পাদনাএই বিদ্যালয়ের খ্যাতিমান কৃতী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন:
- জয়ন্ত নাথ চৌধুরী, ভারতের সাবেক সেনাপ্রধান
- মনজুর রহমান বিশ্বাস, পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য
- তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য
- অধ্যাপক হাসিবুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর পঞ্চম উপাচার্য
- সামরিক বাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ আলী জিন্নাহ
- ফ্লাইট ইঞ্জিনিয়ার আব্দুল খালেক
- কামিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ড. মোশতাক আহমেদ
- কানাডা প্রবাসী প্রকৌশলী ও এলজিইডি’র পরিচালক মোশতাক আহমেদ সাবু প্রমুখ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঈশ্বরদী উপজেলা"।
- ↑ ক খ গ ঘ "শত বছর ধরে আলো ছড়াচ্ছে ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়"। দৈনিক ইত্তেফাক।
- ↑ "প্রধান শিক্ষকের তালিকা"। ৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ "সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল ত্র্যান্ড কলেজের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রচারণা র্যালী"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]