সরদারপাড়া

পঞ্চগড় জেলার গ্রাম

সরদারপাড়া বাংলাদেশের একটি গ্রাম। সরদারপাড়া গ্রামটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে।[১][২] এটি উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সরদারপাড়া পুরোপুরি সবুজ পাতার গাছ, বিস্তীর্ণ জমি ও পুকুরে ঘেরা। এই গ্রামে প্রচুর মাছ পাওয়া যায়।মানুষ এখানে শান্তিতে ও সম্মানের সাথে বসবাস করে। গ্রামবাসীদের অধিকাংশ মুসলিম হলেও সরদারপাড়ায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে।

রশেয়া, মাঝগাউ, মালিপাড়া, কানাপাড়া, ভাটাপাড়া, গোরপাড়া, হিন্দুপাড়া নামে সরদারপাড়া গ্রামে কয়েকটি পাড়া রয়েছে। বরো আউলিয়ার মাজার নামে ১২ জন ধর্মীয় ব্যক্তির বিখ্যাত কবর এই গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত যা আরেকটি উল্লেখযোগ্য স্থান। তিনটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। সরদারপাড়া হাট নামে একটি বাজারও এই গ্রামের প্রাণকেন্দ্রে রয়েছে। সরদারপাড়া মসজিদ প্রাচীনতম ঐতিহাসিক ও পর্যটন স্থান।[৩]

স্কুল মাঠের একেবারে কাছেই রয়েছে বড় দিঘি ও ঘাট বাঁধা পুকুর নামে দুটি বড় পুকুর।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসুত্র সম্পাদনা

  1. "Population Census 2011: Panchagarh Table C-01" (PDF)Bangladesh Bureau of Statistics। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আটোয়ারী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৬ 
  3. "সরদার পাড়া প্রাচীন মসজিদ নামে পরিচিত , সরদারপাড়া মসজিদ(তিন গম্বুজ মসজিদ) সরদার পাড়া গ্রাম,আটোয়ারী,পঞ্চগড়, Panchagarh, Rangpur Division(+880 1718-364672)"cumaps.net। ২০২২-০৫-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৬