সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
সরকারী সিটি কলেজ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি সরকারি কলেজ। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে আইন কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের পাঠ দান চালু রয়েছে। স্নাতক পর্যায়ে এখানে ডিগ্রি (পাস) ছাড়াও ৪ বছর মেয়াদি সম্মান কোর্স চালু রয়েছে। সম্মান কোর্সের মধ্যে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, আরবি, পদার্থ, রসায়ন, গণিত, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, আইন বিভাগ, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ও অন্যান্য বিষয় রয়েছে।
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম | |
---|---|
![]() | |
অবস্থান | |
![]() | |
, | |
স্থানাঙ্ক | ২২°১৯′৫৬″ উত্তর ৯১°৪৯′৫৪″ পূর্ব / ২২.৩৩২৩২৯° উত্তর ৯১.৮৩১৬০৬° পূর্বস্থানাঙ্ক: ২২°১৯′৫৬″ উত্তর ৯১°৪৯′৫৪″ পূর্ব / ২২.৩৩২৩২৯° উত্তর ৯১.৮৩১৬০৬° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি অর্থায়নে পাবলিক কলেজ |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৪ |
প্রতিষ্ঠাতা | আসহাব উদ্দীন আহমদ, জনাব আলী উকিল |
অধ্যক্ষ | প্রফেসর মঞ্জুর আহমেদ [১] |
শিক্ষার্থী সংখ্যা | ১৬০০০[২] |
ভাষার মাধ্যম | বাংলা |
ক্যাম্পাসের ধরন | শহর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল |
শিক্ষা বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
যোগাযোগ নং | +৮৮-০৩১-৬২৬২০৪ |
ফ্যাক্স | +৮৮-০৩১-৬১৯৪৬৮ |
ওয়েবসাইট | gccc |
অবস্থানসম্পাদনা
এটি চট্টগ্রাম শহরের কেন্দ্র সদরঘাট থানার অন্তর্গত নিউ মার্কেট মোড় নিকটবর্তী আইস্ ফ্যাক্টরী রোডে অবস্থিত। এর বিপরীতে চট্টগ্রাম রেলওয়েস্টেশন অবস্থিত ।[৪]
সংগঠনসম্পাদনা
রাজনৈতিকসম্পাদনা
- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
সাংস্কৃতিকসম্পাদনা
অবকাঠামোসম্পাদনা
ব্যবস্থাপনাসম্পাদনা
শিক্ষকবৃন্দসম্পাদনা
কৃতি শিক্ষার্থীসম্পাদনা
- দীপক বড়ুয়া -বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদক(২০১৮) প্রাপ্ত শিশুসাহিত্যিক[৫]
সহ-শিক্ষা কার্যক্রমসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ সরকারি সিটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে অধ্যক্ষের বাণী
- ↑ সরকারি সিটি কলেজের অফশিয়াল ওয়েবসাইট
- ↑ সরকারি সিটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে সহকারী অধ্যক্ষের বাণী[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ [১]
- ↑ রাশেদ রউফ (১৭ নভেম্বর ২০২০)। "দীপক বড়ুয়া : সাহিত্য-সাধনায় নিবেদিতপ্রাণ, সমাজ অভিমুখী লেখক"। শৈলীTV। চট্টগ্রাম , বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- কলেজের ওয়ে বসাইট: www.gccc.gov.bd
উইকিমিডিয়া কমন্সে সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সংক্রান্ত মিডিয়া রয়েছে।