চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বা চট্টগ্রামের মেয়র বা চসিক মেয়র হলেন বাংলাদেশের চট্টগ্রাম শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। চট্টগ্রাম মহানগর পরিচালনের জন্য প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন এর কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
সম্বোধনরীতি | মাননীয় মেয়র |
অবস্থা | নগর প্রধান |
সংক্ষেপে | চসিক মেয়র |
যার কাছে জবাবদিহি করে | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
বাসভবন | বহদ্দারবাড়ি, বহদ্দারহাট |
আসন | নগর ভবন, চট্টগ্রাম |
মনোনয়নদাতা | সরাসরি ভোটে নির্বাচিত |
নিয়োগকর্তা | বাংলাদেশের প্রধানমন্ত্রী |
মেয়াদকাল | ৫ বছর |
সর্বপ্রথম | মাহমুদুল ইসলাম চৌধুরী |
গঠন | ৩০ সেপ্টেম্বর ১৯৮৯ |
ডেপুটি | প্যানেল মেয়র |
বেতন | বার্ষিক ৳ ১০,২০,০০০ |
ওয়েবসাইট | ccc.org.bd |
১৯৯০ সালের ৩১ জুলাই চট্টগ্রাম পৌর কর্পোরেশনকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়।[২] ১৯৯৪ সালে প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালে। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পূর্বে ১৮৬৩ সাল থেকে বিভিন্ন সময় চেয়ারম্যান ও প্রশাসকগণ শহরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২]
মেয়রদের তালিকা
সম্পাদনাক্রমিক | আলোকচিত্র | নাম | পদবী | যোগদান | অব্যাহতি | দল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | মাহমুদুল ইসলাম চৌধুরী | মেয়র | ৩০ সেপ্টেম্বর ১৯৮৯ | ৪ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | [২] | |
২ | মীর মোহাম্মদ নাসিরুদ্দিন | মেয়র | ১২ মে ১৯৯১ | ২০ ডিসেম্বর ১৯৯৩ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [২] | |
৩ | এবিএম মহিউদ্দীন চৌধুরী | মেয়র | ১১ মার্চ ১৯৯৪ | ১ ফেব্রুয়ারি ২০১০ | বাংলাদেশ আওয়ামী লীগ | [২] | |
৪ | মোহাম্মদ মনজুর আলম | মেয়র | ২০ জুলাই ২০১০ | ৬ মে ২০১৫ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [২][৩] | |
৫ | আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন | মেয়র | ৭ মে ২০১৫ | ৪ আগস্ট ২০২০ | বাংলাদেশ আওয়ামী লীগ | [৪][৫] | |
৬ | খোরশেদ আলম সুজন | প্রশাসক | ৫ আগস্ট ২০২০ | ১ ফেব্রুয়ারি ২০২১ | বাংলাদেশ আওয়ামী লীগ | [৬] | |
৭ | রেজাউল করিম চৌধুরী | মেয়র | ১১ ফেব্রুয়ারি ২০২১ | ১৯ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | [৭][৮][৯][১০] | |
৮ | ডা. শাহাদাত হোসেন | মেয়র | ৩ নভেম্বর ২০২৪ | বর্তমান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [১১] |
প্যানেল মেয়রদের তালিকা
সম্পাদনাপদবী | নাম | আসন |
---|---|---|
১ম প্যানেল মেয়র | আব্দুস সবুর লিটন | ২৫ নং রামপুর ওয়ার্ড |
২য় প্যানেল মেয়র | মোহাম্মদ গিয়াসউদ্দিন | ১৫নং বাগমনিরাম ওয়ার্ড |
৩য় প্যানেল মেয়র | আফরোজ জহুর পান | সংরক্ষিত ১২ নং আসন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চসিকের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন ডা. শাহাদাত"। The Daily Star Bangla। ৩ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ "পূর্বতন মেয়র"। চট্টগ্রাম সরকারি পোর্টাল। ১৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "চট্টগ্রামের নতুন মেয়র মঞ্জুর আলম"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "শপথ নিলেন তিন মেয়র"। ভোরের কাগজ। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "চট্টগ্রামের নতুন নগর পিতা আ জ ম নাছির"। ekushey-tv.com। একুশে টেলিভিশন। এপ্রিল ২৯, ২০১৫। ১৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৫।
- ↑ "চসিকের প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "চট্টগ্রামে নৌকার জয়ে মেয়র হচ্ছেন রেজাউল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৭।
- ↑ "নৌকারই জয়, চট্টগ্রামের নগরপিতা রেজাউল করিম চৌধুরী"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৭।
- ↑ "চট্টগ্রামের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৭।
- ↑ "চট্টগ্রামের মেয়র নির্বাচিত হলেন রেজাউল করিম চৌধুরী"। বাংলা ট্রিবিউন। ২০২১-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮।
- ↑ "চসিকের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন ডা. শাহাদাত"। The Daily Star Bangla। ৩ নভেম্বর ২০২৪।