সমরজিৎ রায় চৌধুরী

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি

সমরজিৎ রায় চৌধুরী (১০ ফেব্রুয়ারি ১৯৩৭ - ৯ অক্টোবর ২০২২)[][] ছিলেন একজন বাংলাদেশী চিত্রশিল্পী। তিনি গ্রাফিক ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও প্রথম থেকেই সৃজনশীল সুকুমার শিল্পচর্চা করেছেন এবং নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সাথে জড়িত ছিলেন। চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।[]

সমরজিৎ রায় চৌধুরী
জন্ম(১৯৩৭-০২-১০)১০ ফেব্রুয়ারি ১৯৩৭
মৃত্যু৯ অক্টোবর ২০২২(2022-10-09) (বয়স ৮৫)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাগ্রাফিক ডিজাইন
মাতৃশিক্ষায়তনসরকারি আর্ট ইনস্টিটিউট
পেশাচিত্রশিল্পী, অধ্যাপক
কর্মজীবন১৯৬০-২০২২
পুরস্কারএকুশে পদক

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

চৌধুরী ১৯৩৭ সালে বর্তমান বাংলাদেশের (তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত) কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এই ইনস্টিটিউটে তার শিক্ষক ছিলেন জয়নুল আবেদীন, কামরুল হাসানসহ অনেক খ্যাতনামা শিল্পী।[]

কর্মজীবন

সম্পাদনা

চৌধুরী ১৯৬০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যোগ দেন এবং সেখানে ৪৩ বছর চাকরি জীবন শেষে অধ্যাপক হিসেবে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।[] পরবর্তীতে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শন কলা বিভাগের ডিন হিসেবে ২০১০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবে যোগ দেন।[]

প্রদর্শনী

সম্পাদনা

চৌধুরী তার প্রথম একক প্রদর্শনী করেন ১৯৮৩ সালে। এতে তার ৬০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়, যার মধ্যে ছিল ৩০টি তেলরঙের কাজ, ১৬টি গোয়াশ, ৫টি প্যাস্টেল, ৩টি এচিং ও ৬টি ড্রইং।[] ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে "দৃশ্যান্তর" বা "মন্তাজ" শীর্ষক একটি প্রদর্শনী করেন। এতে অ্যাক্রিলিক, জলরঙ, এচিং, ড্রইং, উডকাট, প্যাস্টেলের কাজ সহ ৭১টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।[]

সম্মাননা

সম্পাদনা
  • ১৯৬০: নিখিল পাকিস্তান টেক্সটাইল ডিজাইন প্রতিযোগিতায় ১ম পুরস্কার[]
  • ১৯৬০: পূর্ব পাকিস্তান রেলওয়ে টাইমটেবল কভার ডিজাইন পুরস্কার
  • ২০১৪: চিত্রকলায় অবদানের জন্য একুশে পদক[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Artist Samarjit Roy Choudhury passes away"। The Business Standard। 9 October 2022 ইংরেজি ভাষায়। সংগ্রহের তারিখ 9 October 2022  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. শিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন, জনকণ্ঠ, ৯ অক্টোবর ২০২২
  3. Takir Hossain (২১ ফেব্রুয়ারি ২০১৪)। "State honour crowns Samarjit Roy Chowdhury's accomplishments"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ 
  4. "Samarjit Roy Choudhury"। Dhaka Art Center। ১৯ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ 
  5. "সমরজিৎ রায়ের চিত্র প্রদর্শনী"দৈনিক যুগান্তর। ৭ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ 
  6. নজরুল ইসলাম। "সমরজিৎ রায় চৌধুরী : তাঁর পরিবর্তনশীল আঙ্গিক"। শিল্প ও শিল্পী। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. মুস্তাফিজ শফি (১২ সেপ্টেম্বর ২০১৪)। "সমরজিৎ রায় চৌধুরীর নিরন্তর ছুটে চলা"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]