সফর (মাস)
ইসলামি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস
(সফর (ইসলামি মাস) থেকে পুনর্নির্দেশিত)
সফর (আরবি: صفر) হলো ইসলামি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস। মুসলিম মতে, "এই মাসে প্রথম মানব ও নবী আদম-কে জান্নাত হতে বহিস্কার করা হয়।"
সফর | |
---|---|
স্থানীয় নাম | صَفَر (আরবি) |
বর্ষপঞ্জি | ইসলামি বর্ষপঞ্জি |
মাসের ক্রম | ২ |
দিনের সংখ্যা | ২৯-৩০ (চাঁদ দেখার উপর নির্ভরশীল) |
গুরুত্বপূর্ণ দিবস | হিজরত |
সময়সূচী
সম্পাদনাইসলামি বর্ষপঞ্জি একটি চন্দ্র পঞ্জিকা এবং এই বর্ষপঞ্জির মাসগুলো শুরু হয় যখন নতুন চাঁদের ক্রিসেন্ট দৃশ্যমান হয়। যেহেতু ইসলামি চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জিটির বছর পূর্ণ হয় সৌর পঞ্জিকা অপেক্ষা ১১ হতে ১২ দিন পূর্বেই, ফলে প্রতি বছর সফর মাসের শুরুর দিনটি প্রচলিত সৌরভিত্তিক গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সাথে একই দিনে মেলে না। সৌদি আরবে প্রচলিত “উম্ম আল-কুরা বর্ষপঞ্জি” অনুসারে,[১] আনুমানিকভাবে, সফর মাসটি শুরু এবং স্থায়ীত্ব হবে নিম্নরূপঃ
হিজরী বর্ষ | প্রথম দিন (প্রচলিত খ্রিস্টীয় পঞ্জিকা অনুসারে) |
শেষ দিন (প্রচলিত খ্রিস্টীয় পঞ্জিকা অনুসারে) |
---|---|---|
১৪৩৭ | ১৩ নভেম্বর ২০১৫ | ১১ ডিসেম্বর ২০১৫ |
১৪৩৮ | ১ নভেম্বর ২০১৬ | ২৯ নভেম্বর ২০১৬ |
১৪৩৯ | ২১ অক্টোবর ২০১৭ | ১৮ নভেম্বর ২০১৭ |
১৪৪০ | ১০ অক্টোবর ২০১৮ | ৮ নভেম্বর ২০১৮ |
১৪৪১ | ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ২৮ অক্টোবর ২০১৯ |
১৪৪২ | ১৮ সেপ্টেম্বর ২০২০ | ১৭ অক্টোবর ২০২০ |
* খ্রিস্টীয় ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত হিজরী “সফর” মাস আরম্ভ ও সমাপ্তির তারিখ। |
ঘটনাপঞ্জী
সম্পাদনা- ১ সফর - কারবালার যুদ্ধের বন্দীদের খলিফা ইয়াজিদের দরবারে হাজির করা হয়।
- ৬ সফর - ইমাম হোসাইনের কনিষ্ঠ কন্যা ও কারবালার যুদ্ধের বন্দীনী সকিনা বিনত হোসাইন শাহাদাত বরণ করেন।
- ১৬ সফর - স্পেনে খ্রিস্টানদের নিকট আল-উক্বাবের যুদ্ধে আলমোহাদ খিলাফতের পরাজয় ঘটে।
- ২০ সফর / ২১ সফর - জিয়ারত-এ-আরবাইন (আশুরার বিয়োগাত্মক ঘটনার ৪০তম দিন / চেহলাম)।[২]
- ২৩ সফর - ৫ম শিয়া ইমাম মুহাম্মদ আল-বাকীর-এর জন্ম।
- ২৭ সফর - নবী মুহাম্মদ মক্কা থেকে মদীনায় হিজরত করেন।
- ২৮ সফর - ইমাম হাসান শাহাদাত বরণ করেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ উম্ম আল-কুরা বর্ষপঞ্জি - সৌদি আরব।
- ↑ "কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ার শিক্ষা দেয় আরবাইন: ইরানের সর্বোচ্চ নেতা"। PARS TODAY। ৯ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইসলামী-পশ্চিমী পঞ্জিকা রূপান্তরকারী (গণনাসংক্রান্ত বা ট্যাবুলার পঞ্জিকার উপর ভিত্তি করে)। (ইংরেজি)
- মক্কার জন্য ইসলামী পঞ্জিকা / হিজরি পঞ্জিকা। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- গ্রেগরিয়ান এবং হিজরি দিনের পারস্পরিক পরিবর্তন (দ্বিমুখী)। (ইংরেজি)
- হিজরি মাসের সার-সংক্ষিপ্ত। (কপিরাইটযুক্ত) (ইংরেজি)