সন্দ্বীপ পৌরসভা
সন্দ্বীপ পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।
সন্দ্বীপ | |
---|---|
পৌরসভা | |
সন্দ্বীপ পৌরসভা | |
বাংলাদেশে সন্দ্বীপ পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩০′৩৯″ উত্তর ৯১°২৭′১১″ পূর্ব / ২২.৫১০৮৩° উত্তর ৯১.৪৫৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২৮ ফেব্রুয়ারি, ১৯৯৯ |
আসন | চট্টগ্রাম-৩ |
সরকার | |
• পৌর মেয়র | মোক্তাদের মাওলা সেলিম (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩০.০৩ বর্গকিমি (১১.৫৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪২,৮৪২ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাসন্দ্বীপ পৌরসভার আয়তন ৩০.০৩ বর্গ কিলোমিটার।[১] (২০০৭ সালের তথ্য অনুযায়ী)
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সন্দ্বীপ পৌরসভার লোকসংখ্যা ৪২,৮৪২ জন। এর মধ্যে পুরুষ ২০,৮১৩ জন এবং মহিলা ২২,০২৯ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসন্দ্বীপ উপজেলার পশ্চিমাংশে সন্দ্বীপ পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। এর উত্তরে হরিশপুর ইউনিয়ন ও কালাপানিয়া ইউনিয়ন, পূর্বে বাউরিয়া ইউনিয়ন ও হারামিয়া ইউনিয়ন, দক্ষিণে মুছাপুর ইউনিয়ন ও রহমতপুর ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর।
ইতিহাস
সম্পাদনা১৯৯৯ সালের ২৮ ফেব্রুয়ারি সন্দ্বীপ উপজেলা সদরকে ঘিরে সর্বমোট ২৩টি মৌজা নিয়ে সন্দ্বীপ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাসন্দ্বীপ পৌরসভা জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার প্রশাসনিক এলাকাগুলো হল:
ওয়ার্ড নং | কাউন্সিলর | গ্রাম/মহল্লার নাম |
---|---|---|
১নং ওয়ার্ড | মোহাম্মদ আলাউদ্দিন বাবলু | কার্গিল |
২নং ওয়ার্ড | ইউসুুফ চৌধুরী | হরিশপুর |
৩নং ওয়ার্ড | মোহাম্মদ মহব্বত | পূর্ব হরিশপুর, সন্দ্বীপ টাউন |
৪নং ওয়ার্ড | মোহাম্মদ দিদারুল আলম | দক্ষিণ পূর্ব হরিশপুর |
৫নং ওয়ার্ড | ওয়াহিদুল আলম পারভেজ | বাউরিয়া |
৬নং ওয়ার্ড | আবু তাহের | কুচিয়ামোড়া |
৭নং ওয়ার্ড | শাফিক মাওলা | মধ্য হারামিয়া |
৮নং ওয়ার্ড | শাকিল উদ্দিন খোকন | মুছাপুর, কাজিরখীল |
৯নং ওয়ার্ড | মোক্তাদের মাওলা ফয়সাল | রহমতপুর উত্তর পশ্চিম |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাসন্দ্বীপ পৌরসভার সাক্ষরতার হার ৪৮.১০%।[১] এখানে ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- কার্গিল সরকারি মাধ্যমিক বিদ্যালয়
- দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়
- মোমেনা সেকান্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- সন্দ্বীপ মডেল উচ্চ বিদ্যালয়
- সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আলী নূর মোহসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কার্গিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পূর্ব হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কুচিয়ামোড়া হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বশিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য হারামিয়া নীড বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়
- মুছাপুর জুনিয়র সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোমেনা সেকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহমতপুর উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সন্দ্বীপ টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সন্দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাচট্টগ্রাম জেলা সদর বা বাংলাদেশের যে কোন অঞ্চল থেকে সন্দ্বীপ পৌরসভায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। মোট নৌপথ ২২ নটিক্যাল মাইল।
জনপ্রতিনিধি
সম্পাদনাপৌর মেয়র | রাজনৈতিক দল | মেয়াদকাল |
---|---|---|
মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম | (প্রশাসক) | ২০১০ |
জাফর উল্ল্যাহ টিটু | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১০-২০২১ |
মোক্তাদের মাওলা সেলিম [৩] | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১-২০২৪ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "ওয়ার্ড সমূহ - সন্দ্বীপ উপজেলা - সন্দ্বীপ উপজেলা"। sandwip.chittagong.gov.bd। ৩০ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "সন্দ্বীপ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর বিজয়"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]