রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপ

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার একটি ইউনিয়ন

রহমতপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

রহমতপুর
ইউনিয়ন
১২নং রহমতপুর ইউনিয়ন পরিষদ
রহমতপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রহমতপুর
রহমতপুর
রহমতপুর বাংলাদেশ-এ অবস্থিত
রহমতপুর
রহমতপুর
বাংলাদেশে রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৯′১৯″ উত্তর ৯১°২৭′৬″ পূর্ব / ২২.৪৮৮৬১° উত্তর ৯১.৪৫১৬৭° পূর্ব / 22.48861; 91.45167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসন্দ্বীপ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো: ফরিদুল মাওলা কিশোর
আয়তন
 • মোট১০.৭৪ বর্গকিমি (৪.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,৫০৩
 • জনঘনত্ব৪২০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৭.২৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

রহমতপুর ইউনিয়নের আয়তন ২৬৫৪ একর[১] (১০.৭৪ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রহমতপুর ইউনিয়নের লোকসংখ্যা ৪,৫০৩ জন। এর মধ্যে পুরুষ ২,১১৫ জন এবং মহিলা ২,৩৮৮ জন।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

সন্দ্বীপ উপজেলার পশ্চিমাংশে রহমতপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আজিমপুর ইউনিয়ন, পূর্বে মুছাপুর ইউনিয়ন, উত্তরে সন্দ্বীপ পৌরসভা এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেলনোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

রহমতপুর ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। এটি রহমতপুর মৌজা নিয়েই গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • অলি মন্দের পাড়া
  • আদম খাঁ পাড়া
  • তালতলী বাজার এলাকা
  • কেঞ্জাতলী
  • দলই পাড়া
  • নোয়াকান্দি

[২]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

রহমতপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.২৫%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা

[৩]

মাধ্যমিক বিদ্যালয়

[৪]

প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রহমতপুর অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রহমতপুর দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রহমতপুর দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৫]

আনন্দ স্কুল
  • রহমতপুর আনন্দ স্কুল

[৬]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

উপজেলা সদর থেকে রহমতপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-রহমতপুর সড়ক। যোগাযোগ মাধ্যম টেক্সী, রিক্সা ও মোটর সাইকেল।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

রহমতপুর ইউনিয়নে ১৩টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

রহমতপুর ইউনিয়নের পশ্চিম পাশে বঙ্গোপসাগর। এছাড়া অনেক ছোট বড় খাল রয়েছে।[৭]

হাট-বাজার সম্পাদনা

রহমতপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল তালতলী বাজার।[৮]

দর্শনীয় স্থান সম্পাদনা

এটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, জুড়ে বিস্তৃত।

  • তালতলী জামে মসজিদ; তালতলী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত।[৯]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: মাস্টার মোঃ ইলিয়াছ খান [১০]
চেয়ারম্যানগণের তালিকা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  3. "মাদ্রাসা - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=18[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd 
  7. "খাল ও নদী - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  10. "জনাব হাছানুজ্জামান মামুন - রহমতপুর ইউনিয়ন - রহমতপুর ইউনিয়ন"rahmatpurup.chittagong.gov.bd। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা