সন্তোষ আনন্দ

ভারতীয় গীতিকার

সন্তোষ আনন্দ (জন্ম: ৫ মার্চ ১৯৪০) একজন ভারতীয় গীতিকার, যিনি ১৯৭০-এর দশকে সাফল্য অর্জন করেছিলেন। তিনি ১৯৭৫ এবং ১৯৮৩ সালে ২ বার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।[১] ২০১৬ সালে তিনি যশ ভারতী পুরস্কার পেয়েছেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন।[২][৩]

সন্তোষ আনন্দ
জন্ম (1940-03-05) ৫ মার্চ ১৯৪০ (বয়স ৮৪)
সিকন্দরাবাদ, বুলন্দশহর, যুক্ত প্রদেশ, ব্রিটিশ ভারত
মাতৃশিক্ষায়তনআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
পেশাগীতিকার

সন্তোষ আনন্দ ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৭০ সালে পূরব ঔর পশ্চিম চলচ্চিত্রের গান লেখার মাধ্যমে গীতিকার হিসেবে কর্মজীবন শুরু করেন। এই চলচ্চিত্রটির সব গানের সুর করেছিলেন কল্যাণজি-আনন্দজি। তিনি ১৯৭২ সালের শোর চলচ্চিত্রে তার প্রিয় গান "এক প্যায়ার কা নাগমা হ্যায়" লিখেছিলেন। এই গানটির সুর করেছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গেয়েছিলেন মুকেশলতা মঙ্গেশকর। তিনি ১৯৭৪ সালে রোটি কাপড়া ঔর মাকান চলচ্চিত্রের জন্য গান লিখেছিলেন, এই গানগুলোরও সুর করেছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল। গানগুলো হলো মহেন্দ্র কাপুরের গাওয়া "ঔর নহীঁ বাস ঔর নহীঁ" এবং মুকেশলতা মঙ্গেশকরের গাওয়া "ম্যায় না ভুলুঙ্গা"। "ম্যায় না ভুলুঙ্গা" গান লেখার জন্য তিনি প্রথমবার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।[১]

তিনি ১৯৮১ সালে ক্রান্তি চলচ্চিত্রের জন্য গান লেখেন, যেটি ছিল সেই বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র। একই বছর তিনি পিয়াসা সাওয়ান চলচ্চিত্রের "তেরা সাথ হ্যায় তো", "মেঘা রে মেঘা রে" সহ কয়েকটি গান লিখেছিলেন। ১৯৮২ সালে তিনি প্রেম রোগ চলচ্চিত্রের "মহব্বত হ্যায় কিয়া চিজ" সহ কয়েকটি গান লিখেছিলেন। এই গানগুলোরও সুর করেছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল। "মহব্বত হ্যায় কিয়া চিজ" গানের জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।[১] তিনি ২৬টি চলচ্চিত্রে মোট ১০৯টি গান লিখেছেন।

গীতিকার হিসেবে কাজ করা চলচ্চিত্র

সম্পাদনা
  • পূরব ঔর পশ্চিম (১৯৭০)
  • শোর (১৯৭২)
  • রোটি কাপড়া ঔর মাকান (১৯৭৪)
  • পাত্থর সে টক্কর (১৯৮০)
  • ক্রান্তি (১৯৮১)
  • পিয়াসা সাওয়ান (১৯৮১)
  • প্রেম রোগ (১৯৮২)
  • মেরা জওয়াব (১৯৮৫)
  • পাত্থর দিল (১৯৮৫)
  • লাভ ৮৬ (১৯৮৬)
  • মজলুম (১৯৮৬)
  • বড়ে ঘর কি বেটি (১৯৮৯)
  • নাগ নাগিন (১৯৮৯)
  • সন্তোষ (১৯৮৯)
  • সূর্যা: অ্যান অ্যাওয়েকেনিং (১৯৮৯)
  • দো মতওয়ালে (১৯৯১)
  • নাগ মণি (১৯৯১)
  • রণভূমি (১৯৯১)
  • জুনুন (১৯৯২)
  • সংগীত (১৯৯২)
  • তহলকা (১৯৯২)
  • তিরঙ্গা (১৯৯৩)
  • সঙ্গম হো কে রাহেগা (১৯৯৪)
  • প্রেম অগন (১৯৯৮)

পুরস্কার

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র গান ফলাফল
১৯৭৩ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ গীতিকার শোর এক প্যায়ার কা নাগমা হ্যায় মনোনীত
১৯৭৫ রোটি কাপড়া ঔর মাকান ম্যায় না ভুলুঙ্গা বিজয়ী
ঔর নহীঁ বাস ঔর নহীঁ মনোনীত
১৯৮২ ক্রান্তি জিন্দেগি কি না টোটে মনোনীত
১৯৮৩ প্রেম রোগ মহব্বত হ্যায় কিয়া চিজ বিজয়ী
২০১৬ যশ ভারতী পুরস্কার গান লেখা বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Santosh-Anand | Music lyricist | Santosh-Anand songs | Santosh-Anand biography"web.archive.org। ২০১৩-১২-০৯। Archived from the original on ২০১৩-১২-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 
  2. "गीतकार संतोष आनंद दादा साहब फाल्के जयंती पर होंगे सम्मानित"Amar Ujala (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 
  3. "Samajwadi Party government declares its last list of Yash Bharati awardees"The Times of India। ২০১৬-১০-২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা