সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন

ভারতীয় টেলিভিশন চ্যানেল
(সনি টিভি থেকে পুনর্নির্দেশিত)

সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন অথবা সংক্ষেপে সেট হল ভারতে হিন্দি ভাষার ভিত্তি করে সাধারণ বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল। এটি ১৯৯৫ সালের অক্টোবরে তারিখে চালু করা হয়েছিল এবং মাল্টি স্ক্রিন মিডিয়া প্রাঃ মালিকানাধীন (এমএসএম পূর্বের সেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড)[] যেটি সনি পিকচার ইন্টারটেইন্টমেন্টের একটি পরিপুরক হিসেবে পরিচিত ছিল। নেটওয়ার্কটির জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সি.আই.ডি. এবং কৌন বনেগা ক্রোড়পতি তুমুল জনপ্রিয় অনুষ্ঠান।

সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন
সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন
উদ্বোধনঅক্টোবর ১৯৯৫
মালিকানাসোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন
চিত্রের বিন্যাস১০৮০আই, (এইচডিটিভি)
দেশভারত
প্রচারের স্থানভারত
বাংলাদেশ
প্রধান কার্যালয়মুম্বাই, মহারাষ্ট্র
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সাব টিভি
সেট ম্যাক্স
সনি আট
সেট পিক্স
সনি মিক্স
সনি সিক্স
এএক্সএন
এ্যানিম্যক্স (ইন্ডিয়া)
ওয়েবসাইটসনি এন্টারটেনমেন্ট টেলিভিশন ওয়েবসাইট
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
এয়ারটেল ডিজিটাল টিভিচ্যানেল ১০৬ (এসডি), চ্যানেল ১০৭ (এইচডি)
রিলায়েন্স ডিজিটাল টিভিচ্যানেল ২০৭;
ডিম টিভিচ্যানেল ১০৫ (এসডি), চ্যানেল ৪ (এইচডি)
টাটা স্কাইচ্যানেল ১১১ (এসডি), চ্যানেল ১১২ (এইচডি)
ডিশ নেটওয়ার্কচ্যানেল ৬৯৫
সান ডাইরেক্ট (ভারত) চ্যানেল ৩১০
ভিডিওকন ডি২এইচ (ভারত) চ্যানেল ১০৯ (এসডি), চ্যানেল ৯০৮ (এইচডি)
ডায়লগ টিভি (শ্রীলঙ্কা) চ্যানেল ৫২ (এসডি)
আকাশ ডিটিএইচ (বাংলাদেশ)চ্যানেল ১৭৫ (এসডি)
ক্যাবল
মন্থন ডিজিটাল (কলকাতা)চ্যানেল ৪০৪
হ্যাথওয়ে ডিজিটাল কেবলচ্যানেল ৪
স্টারহাব টিভি (সিঙ্গাপুর)চ্যানেল ১২৭
ভেরাইজন এফআইওএসচ্যানেল ১৭৫৪
আইও ডিজিটাল ক্যাবল সার্ভিস
(মার্কিন যুক্তরাষ্ট্র)
চ্যানেল ১১৭৩
স্কাইক্যাবল কামানাভা (ফিলিপাইন)চ্যানেল ৭৩
আইএন ডিজিটাল ক্যাবলচ্যানেল ১১৬
চ্যানেল ৫৬১
চ্যানেল ৪
চ্যানেল ৪
চ্যানেল টিবিএ
সিটি ডিজিটালচ্যানেল ১১২
বেঙ্গল ডিজিটাল (বাংলাদেশ)চ্যানেল ৯৫ (এসডি)
চ্যানেল ৯৬ (এইচডি)
আইপিটিভি
মিও টিভি (সিঙ্গাপুর)চ্যানেল ৬৪৪
পিও টিভি(শ্রীলঙ্কা)চ্যানেল ৭৯

মার্কেটিং

সম্পাদনা

প্রতিদ্বন্দ্বিতা

সম্পাদনা

সাম্প্রতি সময়ে সেট বাজারে অন্যান্য চ্যানেলের সাথে বিশেষ করে স্টার প্লাস, জি টিভি এবং কালারস এর সাথে শক্ত প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে।[]

গড় হিসাবে প্রাইমটাইম টিভিআর অনুয়ায়ী জি টিভিস্টার প্লাস চ্যানেলের দুটি শো ছিল, যখন সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন ২০১১ সালের সেরা দশটি অ-কথাসাহিত্য অনুষ্ঠানের মধ্যে ৩টি শো ছিল।[]

বর্তমানে সম্প্রচারিত অনুষ্ঠানমালা

সম্পাদনা
  • আমি সই
  • প্রধান মৈকে চালি জঙ্গি তোম দখতে রাহিয়ো
  • পটিয়ালা বেবেস
  • লেডিস স্পেশাল সিজন ২
  • চন্দ্রগুপ্ত নরেশের
  • ইয়ে ইউ দিনন কি বাট হাই
  • ভিঙ্গনাহার গণেশ

ঐতিহাসিক

সম্পাদনা
  • ভারত কা বির পুত্র – মহারনা প্রতাপ

ক্রাইম/থ্রিলার

সম্পাদনা

আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান

সম্পাদনা

দ‍্য কাপিল শর্মা শো

ইন্ডিয়ান আইডল

পূর্বে সম্প্ররচারিত অনুষ্ঠানমালা

সম্পাদনা
 
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের পুরাতন লোগো

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Set India renamed as Multi Screen Media"। IndianTelevision.com। ২০০৭-১২-২০। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০৮ 
  2. "Marketeting Strategies"Times of India। ২০১১। 
  3. "Sony TV's Eureka Moment"Business-Standard.com। অক্টোবর ৫, ২০১১। 

বহিঃসংযোগ

সম্পাদনা