ভূত আয়া

ভারতীয় লোমহর্ষক টেলিভিশন ধারাবাহিক

ভূত আয়া (বাংলা: যখন ভূত আসে) হলো আকাশদীপ সাবির নির্মিত ও কৈশব আরোরা প্রযোজিত সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের অধীনে আয়ুশ রাইনা পরিচালিত হিন্দি ভাষার ডকুমেন্টারি টেলিভিশন ধারাবাহিক। ধারাবাহিকটির পটভূমি ভারতের লোকজনের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা ও অভিজ্ঞতা। গৌরব তিওয়ারি এতে অলৌকিক বিশেষজ্ঞ বিনিয়োগকারী, একটি মুখ্য ভূমিকায় রয়েছেন।[] [] ২৩টি পর্ব, ধারাবাহিকটি ১৩ অক্টোবর ২০১৩ এ সম্প্রচার হওয়া শুরু হয় এবং ৬ই এপ্রিল ২০১৪ এ শেষ হয়। এটি সনি আট চ্যানেলে "যখন ভূত আসে" নামে বাংলা ডাবিং করিয়ে সম্প্রচার হয়েছিল।

ভূত আয়া
নির্মাতাআকাশদীপ সাবির
লেখকমঞ্জিত খাতদা
শাহীন ইকবাল
পরিচালকআয়ুশ রাইনা
সৃজনশীল পরিচালকআকাশদীপ সাবির
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা২৩
নির্মাণ
প্রযোজকআকাশদীপ সাবির
সম্পাদকনিহাল আহমেদ
ক্যামেরা সেটআপএকাধিক ক্যামেরা
ব্যাপ্তিকাল৩০ মিনিট
নির্মাণ কোম্পানিসিনেটেক টেলিফিল্ম প্রাঃ লিঃ
মুক্তি
মূল নেটওয়ার্কসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
ছবির ফরম্যাট576i
1080i (HDTV)
মূল মুক্তির তারিখ১৩ অক্টোবর ২০১৩ (2013-10-13) –
৬ এপ্রিল ২০১৪ (2014-04-06)
বহিঃসংযোগ
ওয়েবসাইট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bhoot Aaya to Fear Files: Paranormal TV shows of ghostbuster Gaurav Tiwari"Hindustan Times। ১২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  2. Malvania, Urvi (৯ অক্টোবর ২০১৩)। "SET beings back the chills with Bhoot Aaya"। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ – Business Standard-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

সম্পাদনা