শ্যামল ছায়া

২০০৪-এর বাংলাদেশি চলচ্চিত্র

শ্যামল ছায়া ২০০৪ সালের বাংলাদেশী যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয়ে ছিলেন মেহের আফরোজ শাওন, রিয়াজ, হুমায়ুন ফরীদি, আহমেদ রুবেল, শিমুল প্রমুখ। এটি ২০০৬ সালে ৭৮তম একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের নিবেদিত দ্বিতীয় চলচ্চিত্র। যদিও এটি মূল অস্কারে মনোনীত হয়নি।

শ্যামল ছায়া
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকহুমায়ূন আহমেদ
প্রযোজক
রচয়িতাহুমায়ূন আহমেদ
চিত্রনাট্যকারহুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারমকসুদ জামিল মিন্টু
চিত্রগ্রাহকআনোয়ার হোসেন
সম্পাদকআতিকুর রহমান মল্লিক
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
  • ১৬ ডিসেম্বর ২০০৪ (2004-12-16)
দৈর্ঘ্য১১০ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনিসংক্ষেপ সম্পাদনা

১৯৭১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সারা দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ায় অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াতে থাকে। এমনই একদল আশ্রয় সন্ধানীর পলায়নের কাহিনি নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এক দল লোক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নিরাপদ গন্তব্যের পানে ছুটছে যদিও তারা নিশ্চিত নয়, নিরাপত্তা কোথায় পাওয়া যাবে।

অভিনয়ে সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা