শেরপুর সরকারি কলেজ, বগুড়া

বগুড়া জেলার একটি সরকারি কলেজ

শেরপুর সরকারি কলেজ বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি সরকারি কলেজ। কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।

শেরপুর সরকারি কলেজ
প্রাক্তন নাম
শেরপুর কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত২৫ নভেম্বর ১৯৬৭; ৫৬ বছর আগে (1967-11-25)
শিক্ষার্থী৩০০০ জন (প্রায়)
অবস্থান,
৫৮৪০
,
২৪°৪০′৩২″ উত্তর ৮৯°২৪′৩৭″ পূর্ব / ২৪.৬৭৫৫৭৮১° উত্তর ৮৯.৪১০২৭৯১° পূর্ব / 24.6755781; 89.4102791
ওয়েবসাইটgovscbog.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৬৭ সালের ২৫ নভেম্বর শেরপুর কলেজ তার যাত্রা শুরু করে৷ কলেজটি প্রতিষ্ঠার পিছনে স্থানীয় সাধারণ জনগণ রাজনীতিবিদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের অবদান ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মহসীন আলী দেওয়ান, শেরপুর, ধুনটনন্দীগ্রামের উপজেলার তৎকালীন এমপি গোলাম রব্বনী, বগুড়ার তদানি ন্তন মহুকমা প্রশাসক এস.এম. ইসমাইল হক, শেরপুরের তৎকালীন সার্কেল অফিসার মুহম্মদ মুজিবুর রহমান। কলেজটি শুরু থেকেই রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি ও একই সাথে রাজশাহী বিশ্ববিদ্য্যালয় হতে স্নাতক শ্রেনীর পাাঠদানের অনুমতি লাভ করে।[১] ২০১৮ সালে কলেজটি সরকারি কলেজ উন্নীত হয়।[২]

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বিভাগসমূহ

সম্পাদনা

কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে রাজশাহী বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০৩ ধরনের ডিগ্রি কোর্স রয়েছে।

ডিগ্রি নং বিষয়
এইচএসসি ০১ বিজ্ঞান
০২ মানবিক
০৩ বানিজ্য
স্নাতক (পাস) ০৪ বি.এ.
০৫ বি.এস.এস.
০৬ বি.এস.সি.
০৭ বি.বি.এস.
অনার্স (সম্মান) ০৮ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৯ সমাজকর্ম
১০ অর্থনীতি
১১ হিসাববিজ্ঞান
১২ ব্যবস্থাপনা
১৩ মনোবিজ্ঞান
বাউবি (উচ্চ মাধ্যমিক) ১৪ মানবিক
বাউবি (স্নাতক) ১৫ বি.এ.
১৬ বি.এস.এস.

প্রশাসনিক তথ্য

সম্পাদনা
  • ইআইআইএন-১১৯৮০৮
  • উচ্চ মাধ্যমিক কোড-২৭১১
  • জাতীয় বিশ্ববিদ্যালয় কোড-৪৫৭৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রতিষ্ঠানের ইতিহাস"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-শেরপুর সরকারি কলেজ, বগুড়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  2. নিজস্ব প্রতিবেদক (২০১৮-০৮-১২)। "জাতীয়করণ হলো যে ২৭১ কলেজ (তালিকা)"বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা