শেরপুর সরকারি কলেজ, বগুড়া
শেরপুর সরকারি কলেজ বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি সরকারি কলেজ। কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রাক্তন নাম | শেরপুর কলেজ |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ২৫ নভেম্বর ১৯৬৭ |
শিক্ষার্থী | ৩০০০ জন (প্রায়) |
অবস্থান | , ৫৮৪০ , ২৪°৪০′৩২″ উত্তর ৮৯°২৪′৩৭″ পূর্ব / ২৪.৬৭৫৫৭৮১° উত্তর ৮৯.৪১০২৭৯১° পূর্ব |
ওয়েবসাইট | govscbog |
![]() |
ইতিহাস
সম্পাদনা১৯৬৭ সালের ২৫ নভেম্বর শেরপুর কলেজ তার যাত্রা শুরু করে৷ কলেজটি প্রতিষ্ঠার পিছনে স্থানীয় সাধারণ জনগণ রাজনীতিবিদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের অবদান ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মহসীন আলী দেওয়ান, শেরপুর, ধুনট ও নন্দীগ্রামের উপজেলার তৎকালীন এমপি গোলাম রব্বনী, বগুড়ার তদানি ন্তন মহুকমা প্রশাসক এস.এম. ইসমাইল হক, শেরপুরের তৎকালীন সার্কেল অফিসার মুহম্মদ মুজিবুর রহমান। কলেজটি শুরু থেকেই রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি ও একই সাথে রাজশাহী বিশ্ববিদ্য্যালয় হতে স্নাতক শ্রেনীর পাাঠদানের অনুমতি লাভ করে।[১] ২০১৮ সালে কলেজটি সরকারি কলেজ উন্নীত হয়।[২]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাবিভাগসমূহ
সম্পাদনাকলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে রাজশাহী বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০৩ ধরনের ডিগ্রি কোর্স রয়েছে।
ডিগ্রি | নং | বিষয় |
---|---|---|
এইচএসসি | ০১ | বিজ্ঞান |
০২ | মানবিক | |
০৩ | বাণিজ্য | |
স্নাতক (পাস) | ০৪ | বি.এ. |
০৫ | বি.এস.এস. | |
০৬ | বি.এস.সি. | |
০৭ | বি.বি.এস. | |
অনার্স (সম্মান) | ০৮ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
০৯ | সমাজকর্ম | |
১০ | অর্থনীতি | |
১১ | হিসাববিজ্ঞান | |
১২ | ব্যবস্থাপনা | |
১৩ | মনোবিজ্ঞান | |
বাউবি (উচ্চ মাধ্যমিক) | ১৪ | মানবিক |
বাউবি (স্নাতক) | ১৫ | বি.এ. |
১৬ | বি.এস.এস. |
প্রশাসনিক তথ্য
সম্পাদনা- ইআইআইএন-১১৯৮০৮
- উচ্চ মাধ্যমিক কোড-২৭১১
- জাতীয় বিশ্ববিদ্যালয় কোড-৪৫৭৫
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রতিষ্ঠানের ইতিহাস"। প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-শেরপুর সরকারি কলেজ, বগুড়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০।
- ↑ নিজস্ব প্রতিবেদক (২০১৮-০৮-১২)। "জাতীয়করণ হলো যে ২৭১ কলেজ (তালিকা)"। বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০।