শিরুয়াইল ইউনিয়ন

মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি ইউনিয়ন

শিরুয়াইল ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি ইউনিয়ন যা ৩৫টি গ্রাম নিয়ে গঠিত।[১]

শিরুয়াইল
ইউনিয়ন
শিরুয়াইল ইউনিয়ন পরিষদ
ডাকনাম: শিরুয়াইল
শিরুয়াইল ঢাকা বিভাগ-এ অবস্থিত
শিরুয়াইল
শিরুয়াইল
শিরুয়াইল বাংলাদেশ-এ অবস্থিত
শিরুয়াইল
শিরুয়াইল
বাংলাদেশে শিরুয়াইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৯০°৫′৩৪″ পূর্ব / ২৩.৩২০২৮° উত্তর ৯০.০৯২৭৮° পূর্ব / 23.32028; 90.09278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামাদারীপুর জেলা
উপজেলাশিবচর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ মুরাদ হাওলাদার<ref। name=":0" />
আয়তন
 • মোট১৫.৭৮ বর্গকিমি (৬.০৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৫,৯৩৬
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪১.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৯৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

শিরুয়াইল ইউনিয়নের মোট আয়তন ৩,৮৯৮ একর বা ১৫.৭৮ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ৩৫টি। ঘরবাড়ির সংখ্যা ৩,৬৬২টি।[২]

এ ইউনিয়নে হাট রয়েছে ১টি উৎরাইল হাট বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম হাট এটি ।

এবং এই ইউনিয়ন এ ৯ টি ওয়াড রয়েছে[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিরুয়াইল ইউনিয়নের ৩,৬৬২টি পরিবারে মোট জনসংখ্যা ১৫,৯৩৬ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১০১০ জন লোক বাস করে। এদের মধ্যে ৭,৬৪৪ জন পুরুষ ও ৮,২৯২ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯২। মুসলিম ধর্মালম্বী ১৫,৪৫৫ জন ও হিন্দু ধর্মালম্বী ৪৮১ জন। এছাড়াও উপজাতি মারমা জনগোষ্ঠী রয়েছে ১টি পরিবারে ৩ জন।

২০১১ সালের হিসেব অনুযায়ী শিরুয়াইল ইউনিয়নের সাক্ষরতার হার ৪১.৬% (পুরুষ ৪২.০%, মহিলা ৪১.২%)।[২] এ ইউনিয়নে ১টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শিরুয়াইল ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২ 
  2. COMMUNITY REPORT: MADARIPUR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন 978-984-33-8597-0। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০