শাহ সুজা

(শাহাজাদা সুজা থেকে পুনর্নির্দেশিত)

মির্জা শাহ সুজা(২৩ জুন ১৬১৬ – ৭ ফেব্রুয়ারি ১৬৬১)[১] তিনি শাহ সুজা হিসেবে বেশি পরিচিত, বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। তিনি বাংলার সুবাদার ছিলেন ১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।[২] তিনি আপন ভাই শাহ জামানকে সরিয়ে সাত বছর ধরে মসনদে অধিষ্ঠিত থাকেন।

শাহ সুজা
মুঘল শাহজাদা
শাহ সুজার তৈলচিত্র
জন্ম(১৬১৬-০৬-২৩)২৩ জুন ১৬১৬
মৃত্যু১৬৬০ (বয়স ৪৩–৪৪)
বংশধরসুলতান অইন-উদ-দিন, বুলন্দ আখতার, জয়নুল আবেদীন,গুলরুখ বানু,রোশনারা বেগম,আমিনা বেগম
রাজবংশতৈমুর
পিতাশাহ জাহান
মাতামুমতাজ মহল
ধর্মইসলাম

প্রাথমিক জীবন এবং পরিবার সম্পাদনা

শাহ সুজা ১৬১৬ সালের ২৩ জুন আজমিরে জন্মগ্রহণ করেন। তিনি মুঘল সম্রাট শাহজাহান এবং তার রানী মমতাজ মহলের দ্বিতীয় পুত্র ও চতুর্থ সন্তান ছিলেন। শাহজাহানের সৎ মা সম্রাজ্ঞী নুর জাহান প্রিন্স শাহ সুজাকে তার জন্মের পর দত্তক দেন। তার উচ্চ পদমর্যাদা, রাজনৈতিক প্রভাব এবং জাহাঙ্গীরের তার প্রতি স্নেহের কারণে তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। সুজা তার পিতামহ সম্রাট জাহাঙ্গীরের বিশেষ প্রিয় হওয়ায় সম্রাজ্ঞীর জন্যও এটি একটি সম্মানের বিষয় ছিল।[৩]

সুজার ভাইবোন ছিলেন বড় বোন জাহানারা বেগম, দারা শিকোহ, রোশেনারা বেগম, আওরঙ্গজেব, মুরাদ বাক্ষ, গৌহারা বেগম এবং অন্যান্যরা। তার তিন ছেলে ছিল - সুলতান জৈন-উল-দিন (বন সুলতান বা সুলতান ব্যাং), বুলান্দ আখতার এবং জৈনুল আবেদিন; এবং চার মেয়ে - গুলরুখ বানু, রোশেনারা বেগম এবং আমিনা বেগম।[৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

শাহ সুজা ১৬৩৩ সালের ৫ মার্চ শনিবার রাতে রুস্তম মির্জার মেয়ে বিলকিস বানু বেগমকে প্রথম বিয়ে করেন। রাজকুমারী জাহানারা বেগম এই বিয়ের ব্যবস্থা করেছিলেন। নগদ ১,৬০,০০০ টাকা এবং এক লক্ষ টাকার পণ্য সচক হিসাবে মির্জা রুস্তমের প্রাসাদে পাঠানো হয়েছিল। ১৬৩৩ সালের ২৩ ফেব্রুয়ারি ১০ লাখ টাকার বিয়ের উপহার প্রদর্শন করেন জাহানারা বেগম ও সাতি-উন-নিসা খানম।[৫] পরের বছর তিনি কন্যা সন্তানের জন্ম দেন এবং সন্তান প্রসবের সময় মারা যান। তাকে বুরহানপুরে খারবুজা মহল নামে একটি পৃথক সমাধিসৌধে সমাধিস্থ করা হয়।[৬] তার মেয়ের নাম দিলপাজির বানু বেগম নাম দেন শাহজাহান,[৭] যিনি শিশু অবস্থায় মারা যায়।

প্রথম স্ত্রীর মৃত্যুতে তিনি শাহজাহানের শাসনামলে বাংলার দ্বিতীয় গভর্নর আজম খানের কন্যা পিয়ারি বানু বেগমকে[৮] বিয়ে করেন।[৯][১০] তিনি দুই পুত্র ও তিন কন্যার মা ছিলেন,[১১]যথা প্রিন্স জাইন-উদ-দিন মির্জা, জন্ম ২৮ অক্টোবর ১৬৩৯; প্রিন্স জাইন-উল-আবেদীন মির্জা, জন্ম ২০ ডিসেম্বর ১৬৪৫; গুলরুখ বানু বেগম (প্রিন্স মুহাম্মদ সুলতানের স্ত্রী), রাউশান আরা বেগম এবং আমিনা বানু বেগম।[১২] ১৬৬০ সালে তিনি তার স্বামী, পুত্র ও কন্যাদের নিয়ে আরাকানে পালিয়ে যান। সুজা ১৬৬১ সালে খুন হন। তার ছেলেদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পিয়ারি বানু বেগম এবং তার দুই মেয়ে আত্মহত্যা করেছে। আরেক মেয়ে আমিনা বানু বেগমকে প্রাসাদে নিয়ে আসা হয়, যেখানে শোক থেকে মারা যান।[১৩]

স্থাপত্যানুরাগ সম্পাদনা

স্থাপত্যকর্মের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। ঢাকা থেকে তিনি মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করলেও ঢাকা ও আশপাশের এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মিত হয়েছিল তার সময়ে। তন্মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থাপনাটি হলো বড় কাটরা, আরো আছে হোসেনি দালান, ধানমন্ডির শাহী ঈদগাহ এবং লালবাগ মসজিদ। এ ছাড়া কুমিল্লায় রয়েছে শাহ সুজা মসজিদ।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. আবদুল করিম (২০১২)। "শাহ সুজা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. মোগল স্থাপত্য : মসজিদ তিন গম্বুজের স্মৃতি চার শতকের ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০১৬ তারিখে, আশীষ-উর-রহমান; দৈনিক প্রথম আলো; ১০ আগস্ট ২০১০ তারিখে ঢাকা থেকে প্রকাশিত।
  3. Findly, Ellison Banks (১৯৯৩)। Nur Jahan, empress of Mughal India। New York: Oxford University Press। পৃষ্ঠা ৯৮। আইএসবিএন 1-4237-3663-Xওসিএলসি 191946585 
  4. Stanley Lane-Pool, (1971),Aurangzíb and the Decay of the Mughal Empire
  5. Mukherjee, Soma (২০০১)। Royal Mughal Ladies and Their Contributions (ইংরেজি ভাষায়)। Gyan Books। পৃষ্ঠা ১০৬। আইএসবিএন 978-81-212-0760-7 
  6. Haidar, Navina Najat; Sardar, Marika (২০১৫)। Sultans of Deccan India, 1500-1700 : opulence and fantasy। Navina Najat Haidar, Marika Sardar, Metropolitan Museum of Art। New York। পৃষ্ঠা ২৮৫আইএসবিএন 978-1-58839-566-5ওসিএলসি 898114277 
  7. Jain, Simmi (২০০৩)। Encyclopaedia of Indian women through the ages। Delhi: Kalpaz Publications। পৃষ্ঠা ৭৩। আইএসবিএন 81-7835-116-1ওসিএলসি 52325128 
  8. Kr Singh, Nagendra (২০০১)। Encyclopaedia of women biography : India, Pakistan, Bangladesh। Nagendra Kr Singh। New Delhi [India]: A.P.H. Pub. Corp। পৃষ্ঠা ৫১। আইএসবিএন 81-7648-261-7ওসিএলসি 49646044 
  9. Society, Pakistan Historical (১৯৫৩)। Journal of the Pakistan Historical Society (ইংরেজি ভাষায়)। Pakistan Historical Society.। পৃষ্ঠা ৩৩৮। 
  10. Karim, Abdul (১৯৯৫)। History of Bengal: The reigns of Shah Jahan and Aurangzib (ইংরেজি ভাষায়)। Institute of Bangladesh Studies, University of Rajshahi। পৃষ্ঠা ৩৬৩। 
  11. Nagendra Kr Singh (২০০১)। Encyclopaedia of Muslim biography : India, Pakistan, Bangladesh। New Delhi: A.P.H. Pub. Corp। আইএসবিএন 81-7648-230-7ওসিএলসি 47174928 
  12. Kānunago, Sunīti Bhūshaṇa (১৯৮৮)। A History of Chittagong: From ancient times down to 1761 (ইংরেজি ভাষায়)। Dipankar Qanungo। পৃষ্ঠা ৩০৪। 
  13. Phayre, Arthur P. (২০০২)। History of Burma : from the earliest time to the end of the first war with British India। Abingdon [England]: Routledge। আইএসবিএন 978-1-136-39841-4ওসিএলসি 854569540