শার্ল দ্য গোল

পঞ্চম ফরাসি প্রজাতন্ত্রের ১ম রাষ্ট্রপতি

শার্ল অঁদ্রে জোজেফ মারি দ্য গোল[][] (ফরাসি: Charles de Gaulle, উচ্চারণ: [ʃaʁl ɡol] (শুনুন);[] ২২শে নভেম্বর ১৮৯০ – ৯ই নভেম্বর ১৯৭০) ছিলেন একজন ফরাসি সেনা কর্মকর্তা ও রাষ্ট্রনায়ক যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মুক্ত ফরাসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন এবং ফ্রান্সে একটি প্রজাতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ফরাসি প্রজাতন্ত্রের অস্থায়ী সরকারের সভাপতিত্ব করেছিলেন। ১৯৫৮ সালে আলজেরীয় যুদ্ধ চলাকালীন রাষ্ট্রপতি র‍্যনে কতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হলে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি ফ্রান্সের সংবিধান পুনর্লিখন করেন এবং গণভোটের মাধ্যমে অনুমোদনের পর পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই বছরের শেষদিকে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন, যে পদে তিনি ১৯৬৯ সালে তার পদত্যাগ পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন।

শার্ল দ্য গোল
Charles de Gaulle
যুদ্ধকালীন স্থিরচিত্র, ১৯৪২
ফ্রান্সের ১৮শ রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৮ই জানুয়ারি ১৯৫৯ – ২৮শে এপ্রিল ১৯৬৯
প্রধানমন্ত্রী
পূর্বসূরীর‍্যনে কতি
উত্তরসূরীজর্জ পঁপিদু
ফ্রান্সের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১লা জুন ১৯৫৮ – ৮ই জানুয়ারি ১৯৫৯
রাষ্ট্রপতির‍্যনে কতি
পূর্বসূরীপিয়ের ফিল্মল্যাঁ
উত্তরসূরীমিশেল দ্যব্রে
ফরাসি গণরাষ্ট্রের অস্থায়ী সরকারের সভাপতি
কাজের মেয়াদ
৩রা জুন ১৯৪৪ – ২৬শে জানুয়ারি ১৯৪৬
পূর্বসূরী
উত্তরসূরীফেলিক্স গুয়্যাঁ
ফরাসি জাতীয় পরিষদের সভাপতি[]
কাজের মেয়াদ
১৮ই জুন ১৯৪০ – ৩রা জুন ১৯৪৪
পূর্বসূরীপদ তৈরি[]
উত্তরসূরীপদ বিলুপ্তি[]
প্রতিরক্ষামন্ত্রী
কাজের মেয়াদ
১লা জুন ১৯৫৮ – ৮ই জানুয়ারি ১৯৫৯
প্রধানমন্ত্রীখোদ
পূর্বসূরীপিয়ের দ্য শ্যভ্যানিয়ে
উত্তরসূরীপিয়ের গিয়োমা
আলজেরিয়া বিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
১২ই জুন ১৯৫৮ – ৮ই জানুয়ারি ১৯৫৯
প্রধানমন্ত্রীখোদ
পূর্বসূরীঅঁদ্রে ম্যুত্যর
উত্তরসূরীলুই জক্স
ব্যক্তিগত বিবরণ
জন্মশার্ল অঁদ্রে যোজেফ মারি দ্য গোল
(১৮৯০-১১-২২)২২ নভেম্বর ১৮৯০
লিল, ফ্রান্স
মৃত্যু৯ নভেম্বর ১৯৭০(1970-11-09) (বয়স ৭৯)
কলঁবি-লে-দোজ-এগ্লিজ, ফ্রান্স
সমাধিস্থলকলঁবি-লে-দোজ-এগ্লিজ, ফ্রান্স
জাতীয়তাফরাসি
রাজনৈতিক দলউনিয়ঁ দে দেমক্রাত পুর লা রেপ্যুব্লিক (১৯৬৭–১৯৬৯)
অন্যান্য
রাজনৈতিক দল
য়ুনিয়ঁ পুর লা নুভেল রেপ্যুব্লিক (১৯৫৮–১৯৬৭)
দাম্পত্য সঙ্গীইভন ভঁদ্রু (বি. ১৯২১)
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীএকল স্পেসিয়াল মিলিত্যার দ্য স্যাঁ-সির
স্বাক্ষর
সামরিক পরিষেবা
আনুগত্য
শাখা
কাজের মেয়াদ১৯১২–১৯৪৪
পদ ব্রিগেডিয়ার জেনারেল
ইউনিট
  • পদাতিক বাহিনী
  • সাঁজোয়া অশ্বারোহী বাহিনী
কমান্ড
  • ১৯শ পদাতিক শিকারী ব্যাটেলিয়ন
  • ৫০৭তম রণট্যাঙ্ক রেজিমেন্ট
  • ৪র্থ সাঁজোয়া ডিভিশন
  • মুক্ত ফ্রান্স
যুদ্ধ
  1. ২৪শে সেপ্টেম্বর ১৯৪১ থেকে ৩রা জুন ১৯৪৩ সালের মধ্যে ফরাসি জাতীয় পরিষদের সভাপতি এবং ৩রা জুন ১৯৪৩ থেকে ৩রা জুন ১৯৪৪ সালের মধ্যে ফরাসি জাতীয় মুক্তি পরিষদের সভাপতি।
  2. মুক্ত ফ্রান্স ছিল ফ্রান্সের নাৎসি দখলদারি এবং মার্শাল ফিলিপ পেত্যাঁর নেতৃত্বে সহযোগিতাবাদী ভিশি শাসনের বিরোধিতায় প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সত্তা।
  3. অপারেশন ওভারলর্ডের সাফল্য এবং পরবর্তীকালে নাৎসি দখলদারদের বিতাড়ন এবং ভিশি শাসনের বিলুপ্তির পরে জেনারেল শার্ল দ্য গোল ফরাসি গণরাষ্ট্রের অস্থায়ী সরকারের সভাপতি হন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেকে স্বাধীন ফ্রান্সের একমাত্র নেতা হিসেবে ঘোষণা করে ফ্রান্সে অবস্থানরত জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের সূচনা করেন। জেনারেল দ্য গোলের এ পদক্ষেপ পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথকে বিশেষভাবে প্রভাবিত করে।

১৯৪০ সালের ১৪ জুন নাৎসি বাহিনীর হাতে প্যারিসের পতন হয়। নাৎসি অগ্রাসনের মুখে জেনারেল গোল ১৯৪০ সালের ১৭ই জুন ফ্রান্স থেকে পালিয়ে ব্রিটেনে চলে আসেন। ফরাসি সরকার ১৮ জুন জার্মানির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে তিনি বিবিসি রেডিওতে ফরাসি জাতির উদ্দেশে এক ভাষণ দেন। তার ভাষণে দ্য গোল নিজেকে স্বাধীন ফ্রান্সের একমাত্র নেতা হিসেবে ঘোষণা করে ফ্রান্সে নাৎসি প্রতিরোধের সূচনা করেন। জেনারেল দ্য গোলের এ পদক্ষেপ পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথকে বিশেষভাবে প্রভাবিত করে। ঐতিহাসিক এ ভাষণে জেনারেল দ্য গোল বলেন, ফরাসি প্রতিরোধের যে অগ্নিশিখা প্রজ্বলিত হয়েছে তা কখনোই নিভবে না। ভাষণের পরদিন দ্য গোলের বক্তব্য সম্মলিত পোস্টারে ছেয়ে যায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহর।

পাদটীকা

সম্পাদনা
  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. ইংরেজি উচ্চারণ: /də ˈɡl, də ˈɡɔːl/ GOHL, də GAWL

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Wells, John C. (২০০৮), Longman Pronunciation Dictionary (3rd সংস্করণ), Longman, আইএসবিএন 978-1-4058-8118-0 

বহিঃসংযোগ

সম্পাদনা