শরদ কাপুর

ভারতীয় অভিনেতা
(শারদ কাপুর থেকে পুনর্নির্দেশিত)

শরদ কাপুর (জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬)[][] একজন ভারতীয় অভিনেতা, যিনি হিন্দি এবং বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৪ সালে মেরা প্যায়ারা ভারত নামে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, কাপুর তার ক্যারিয়ার জুড়ে জয় হো, তামান্না , লক্ষ্য , এবং জোশ সহ বহু ছবিতে অভিনয় করেছেন। [][] তিনি লক্ষণরেখা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছিলেন।

শরদ কাপুর
২০১০ সালে শরদ কাপুর
জন্ম (1976-02-13) ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ (বয়স ৪৮)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
সহকারী পরিচালক
কর্মজীবন১৯৯৪–বর্তমান
ওয়েবসাইটwww.sharadskapoor.com

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

কর্মজীবন

সম্পাদনা

টেলিভিশন

সম্পাদনা
সাল ধারাবাহিক চরিত্র ভাষা টিভি চ্যানেল
১৯৯৫ স্বাভিমান গ্রোভার হিন্দি ডিডি ন্যাশনাল
১৯৯৫ আঁখে হিন্দি
১৯৯৬ চ্যাহাত অর নফরত বিশাল সাক্সেনা হিন্দি জি টিভি

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
সাল চলচ্চিত্র চরিত্র ভাষা মন্তব্য
১৯৯৪ মেরা প্যায়ারা ভারত হিন্দি
১৯৯৫ হাম ভি হিন্দি
১৯৯৬ দস্তক শারদ সুলে হিন্দি
১৯৯৭ বিশ্ববিধাতা জয় বর্মা / রবি খান্না হিন্দি
১৯৯৭ তামান্না সাজিদ খান হিন্দি
১৯৯৭ আঁখো মে তুম হো প্রতাপ / রঞ্জিত হিন্দি
১৯৯৭ অচেনা অতিথি প্রতাপ / রঞ্জিত বাংলা
১৯৯৮ ইসকি টোপি উসকে সর জয় মালহোত্রা হিন্দি
১৯৯৯ সর এখন পর শারদ কাপুর হিন্দি
১৯৯৯ ত্রিশক্তি মহেশ (মুন্না) হিন্দি
১৯৯৯ কাহানি কিসমৎ কি অ্যাডভোকেট প্রভু আশীষ কাপুর হিন্দি
১৯৯৯ ভাগ্য বিধতা অ্যাডভোকেট প্রভু আশীষ কাপুর বাংলা
২০০০ আঘাজ (২০০০-এর চলচ্চিত্র) লক্ষ্মণ (পুষ্পর ভাই) হিন্দি
২০০০ জোশ প্রকাশ হিন্দি
২০০০ খউফ ইন্সপেক্টর অর্জুন (Ritu's fiancé) হিন্দি
২০০০ রাধেশ্যাম সীতারাম হিন্দি
২০০১ ক্যু কি... মে ঝুঠ নেহি বোলতা আদর্শ হিন্দি
২০০১ সেন্সর হিন্দি
২০০১ হাধ শিবা হিন্দি
২০০২ হাতিয়ার পাক্যা হিন্দি
২০০২ ইয়ে ক্যায়সি মহব্বত রাহুল ঠাকরল হিন্দি
২০০২ জানি দুশমন: এক অনোখি কাহানী ভিক্টর হিন্দি
২০০২ ইয়ে হ্যায় জলোয়া বিক্রম (ভিকি) হিন্দি
২০০২ কুচ তুম কাহো কুচ হাম কাহে Rudra Pratap Singh হিন্দি
২০০২ লাল সালাম (২০০২-এর চলচ্চিত্র) ড.কন্না হিন্দি
২০০৩ এলওসি কার্গিল হিন্দি
২০০৩ পথ অভি হিন্দি
২০০৩ টাডা (চলচ্চিত্র) উদয় রানা হিন্দি
২০০৩ কাশ আপ হমারে হোতে রণদীপ রাজ মনকোটিয়া হিন্দি
২০০৩ জিন্দা দিল অর্জুন হিন্দি
২০০৪ লক্ষ্য মেজর বিনোদ সেনগুপ্ত হিন্দি
২০০৪ চট- আজ ইসকো, কাল তেরেকো ইন্সপেক্টর লাল হিন্দি
২০০৪ প্ল্যান হিন্দি
২০০৪ কালোচিতা প্রদীপ গুরুং বাংলা
২০০৫ এক খিলাড়ি এক হাসিনা সিবিআই ইন্সপেক্টর সারদেশাই/ইন্সপেক্টর বিজয় কাপুর হিন্দি
২০০৫ সওদা - দ্যা ডিল হিন্দি
২০০৫ চাহাত – এক নেশা জয়দেব হিন্দি
২০০৫ পরিনাম রঘু/রাঘবেন্দ্র বাংলা
২০০৫ স্বামী ছিনতাই Raja বাংলা
২০০৬ পানছি হিন্দি
২০০৭ দহেক বিক্রম লুথ্রা হিন্দি
২০১০ ওয়ান্টেড সিবিআই ইন্সপেক্টর সেলিম খান বাংলা
২০১০ কলকাতা দ্যা মেট্রো লাইফ বাংলা
২০১৪ হুক ইয়া ক্রুক হিন্দি
২০১৪ জয় হো ইন্সপেক্টর সিদ্দিকী হিন্দি
২০১৯ জাবাড়িয়া জোড়ী লালন সিং হিন্দি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sharad Kapoor: Movies, Photos, Videos, News, Biography & Birthday | Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-৩০ 
  2. "Sharad Kapoor"Hollywood.com। ২০১৬-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Birthday: Sharad Kapoor started his acting life with this film"News Track (English ভাষায়)। ২০২০-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪ 
  4. "About Sharad Kapoor"। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬ 
  5. Tribune.com.pk (২০১১-১১-২৫)। "Sharad Kapoor: In Pakistan and loving it"The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা