দস্তক (১৯৯৬-এর চলচ্চিত্র)
দস্তক মহেশ ভাট পরিচালিত ১৯৯৬ সালের ভারতীয় হিন্দি ভাষার মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। বিক্রম ভাট রচিত চলচ্চিত্রটি প্রযোজনা করেন মুকেশ ভাট। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সুস্মিতা সেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মুকুল দেব এবং খল চরিত্রে অভিনয় করেন শরদ কাপুর। চলচ্চিত্রটিতে দেখা যায় মানসিক বিকারগ্রস্থ এক ব্যক্তি মিস ইউনিভার্সকে পাওয়ার জন্য একের পর এক খুন করে যাচ্ছে।[১]
দস্তক | |
---|---|
পরিচালক | মহেশ ভাট |
প্রযোজক | মুকেশ ভাট |
রচয়িতা | বিক্রম ভাট |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | রাজেশ রোশন |
সম্পাদক | মহেশ ভাট |
প্রযোজনা কোম্পানি | বিশেষ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৭ কোটি |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- সুস্মিতা সেন - পূজা / মিস ইউনিভার্স
- মুকুল দেব - এসিপি রোহিত মালহোত্রা
- শরদ কাপুর - শরদ সুলে
- ভাবনা দত্ত
- মনোজ বাজপেয়ী - অবিনাশ ব্যানার্জি
- বিশ্বজিৎ প্রধান - ইনস্পেক্টর
- টিকু তালসানিয়া - প্রফেসর ফার্নান্দেজ
- সুনীল ধওয়ান
সঙ্গীত
সম্পাদনাদস্তক চলচ্চিত্রের সুর করেছেন রাজেশ রোশন এবং গীত লিখেছেন জাভেদ আখতার। এই অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দেন কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎ ও অলকা ইয়াগনিক। গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
সকল গানের গীতিকার জাভেদ আখতার; সকল গানের সুরকার রাজেশ রোশন।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "তুমহে ক্যায়সে ম্যাঁয় বাতাওঁ" | অভিজিৎ | |
২. | "তুমহে ক্যায়সে ম্যাঁয় বাতাওঁ (২য় সংস্করণ)" | অভিজিৎ | |
৩. | "জাদু ভরি" | উদিত নারায়ণ | |
৪. | "মিলনে সে পহলে" | উদিত নায়ারণ, প্রীতি উত্তম | |
৫. | "পিয়া পিয়া" | হেমা সরদেসাই | |
৬. | "পল বিত গয়া" | কুমার শানু, অলকা ইয়াগনিক | |
৭. | "শিষে সে" | কুমার শানু |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দস্তক (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দস্তক (ইংরেজি)