কুচ তুম কাহো কুচ হাম কাহে

কুছ তুম কাহো কুছ হাম কাহে হল ২০০২ সালের বলিউড রোমান্টিক চলচ্চিত্র; যেটি পরিচালনা করেছেন রবি শর্মা শংকর। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারদিন খান এবং রিচা পাল্লোড়। এটি বিশ্বব্যাপী ২০০২ সালের ২৮ জুনে মুক্তি পায় এবং সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।[৩] চলচ্চিত্রটি দুইজন প্রেমিক-প্রেমিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যাতে তাদের পরিবারের পূর্বের শত্রুতা এবং বিদ্বেষের কারণে ভালবাসা শুরু করতে পারছেননা। চলচ্চিত্রটির তেলুগু ছবি কালিসুন্দাররাম রা এর কাহিনিসূত্র অবলম্বনে পুনর্নির্মাণ করা হয়েছে এবং উইলিয়াম শেক্সপীয়ারের ক্লাসিক্যাল গল্প অবলম্বনে নির্মিত রোমিও এন্ড জুলিয়েট এর সাথে মিল রয়েছে।

কুছ তুম কাহো কুছ হাম কাহে
কুছ তুম কাহো কুছ হাম কাহে চলচ্চিত্রের পোস্টার.jpg
প্রচারের পোস্টার
পরিচালককে. রবিশঙ্কর
প্রযোজকডি. রামানাইডু[১]
রচয়িতাধিনারাজ
শ্রেষ্ঠাংশে
সুরকারআনু মালিক
চিত্রগ্রাহকভেঙ্কট আর প্রসাদ
সম্পাদকভানোদায়া
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকড্রিম মার্চেন্ট এন্টারপ্রাইজ
মুক্তি
  • ৮ জুন ২০০২ (2002-06-08) (ভারত)
দেশভারত
ভাষাহিন্দি

শ্রেষ্ঠাংশেসম্পাদনা

সাউন্ডট্র্যাকসম্পাদনা

শিরোনাম শিল্পী
আ রা রা রা রে ফারদিন খান, সনু নিগম
চুড়ি চুড়ি শান, প্রীতি ও পিংকি, প্রশান্ত
হুয়া সালাম দিলকা উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক
জাব সে দেখা তুমকো কুমার শানু, অলকা ইয়াগনিক
কুছ তুম কাহো কুছ হাম কাহে হরিহরণ
তুহি হে শান, সুনিধী চৌহান
য়ে ক্যায়া মাজবুরি হে কেকে, প্রশান্ত

বক্স অফিসসম্পাদনা

চলচ্চিত্রটি বক্স অফিসে তেমন ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারিনী এবং এটি এভারেজ ব্যবসা করেছে বলে ঘােষণা করা হয়।[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. "KTKKHK Movie Overview"। ২০ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১১ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগসম্পাদনা