শানখলা ইউনিয়ন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি ইউনিয়ন
শানখলা ইউনিয়ন বাংলাদেশর চুনারুঘাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।
শানখলা | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে শানখলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১২′২৫.৯৯৯″ উত্তর ৯১°২৪′৫২.৯৯৯″ পূর্ব / ২৪.২০৭২২১৯৪° উত্তর ৯১.৪১৪৭২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | চুনারুঘাট উপজেলা |
স্থাপিত | ১৯৬০ |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | হাজী সবুজ তরফদার |
আয়তন | |
• মোট | ১৮,৬৬৫ বর্গকিমি (৭,২০৭ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ২৩,২৪৫ |
• জনঘনত্ব | ১.২/বর্গকিমি (৩.২/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৭.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৩২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ২৬ ৭৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রসিদ্ধ গ্রাম গুলোর একটিঃ লতিফপুুর।
ইতিহাস
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ২৩,২৪৫ যার মধ্যে পুরুষ ৫০% ও মহিলা-৫০%।
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনা৯ টি ওয়ার্ড এবং ৩৬টি মহল্লা নিয়ে শানখলা ইউনিয়ন গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার ১৭.৩%
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনামাধ্যমিক উচ্চ বিদ্যালয়
সম্পাদনাশাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ঃ
শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রীবাউর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রীবাউর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়