সরফভাটা ইউনিয়ন

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার একটি ইউনিয়ন
(শরফভাটা ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

সরফভাটা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত ৮ নং সরফভাটা ইউনিয়ন

সরফভাটা
ইউনিয়ন
৮নং সরফভাটা ইউনিয়ন পরিষদ
সরফভাটা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সরফভাটা
সরফভাটা
সরফভাটা বাংলাদেশ-এ অবস্থিত
সরফভাটা
সরফভাটা
বাংলাদেশে সরফভাটা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৫০″ উত্তর ৯২°২′৭″ পূর্ব / ২২.৪৩০৫৬° উত্তর ৯২.০৩৫২৮° পূর্ব / 22.43056; 92.03528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাঙ্গুনিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানশেখ ফরিদ উদ্দীন চৌধুরী
আয়তন
 • মোট২৬.০২ বর্গকিমি (১০.০৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫৫,৪৮৬
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫.১২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

সরফভাটা ইউনিয়নের আয়তন ৬৪২৯ একর (২৬.০২ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সরফভাটা ইউনিয়নের লোকসংখ্যা ৫৫,৪৮৬ জন। এর মধ্যে পুরুষ ২৭,৫৪২ জন এবং মহিলা ২৭,৯৪৪ জন।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাংশে সরফভাটা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ২ কিলোমিটার। সরফভাটা দুই ভাগে বিভক্ত একটি সরফভাটা, দ্বিতীয়টি জঙ্গল সরফভাটা,এই ইউনিয়নের পূর্বে শিলক ইউনিয়নপদুয়া ইউনিয়ন; সরফভাটার প্রবেশ মুখ গোডাউন ব্রিজের উত্তরে গোডাউন বাজার, কাপ্তাই রোডের উত্তরে কাদেরনগর সরফভাটার অন্তর্ভুক্ত, কাপ্তাইরোড সংলগ্ন গোডাউনে কর্ণফুলী নদী রয়েছে এ ছাড়া সরফভাটা গোডাউন রাঙ্গুনিয়া পৌরসভার; অন্তর্ভুক্ত, পশ্চিমে কর্ণফুলী নদীবেতাগী ইউনিয়ন, ২য় মৌজা জঙ্গল সরফভাটার পশ্চিমে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নআমুচিয়া ইউনিয়ন এবং দক্ষিণে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সরফভাটা ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি সরফভাটাজঙ্গল সরফভাটা এ ২টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড জঙ্গল সরফভাটা, মীরেরখীল, দক্ষিণ সরফভাটা
২নং ওয়ার্ড হাজারীখীল, মৌলানা গ্রাম, পশ্চিম সরফভাটা
৩নং ওয়ার্ড পশ্চিম সরফভাটা
৪নং ওয়ার্ড মধ্যম সরফভাটা, ছৈয়দুরখীল, ক্যইদের কুল
৫নং ওয়ার্ড উত্তর পাড়া
৬নং ওয়ার্ড মজুরী পাড়া, হাসপাতাল পাড়া, সিপাহী পাড়া, দক্ষিণ পাড়া, গুচ্ছ গ্রাম
৭নং ওয়ার্ড ভূমিরখীল
৮নং ওয়ার্ড পূর্ব সরফভাটা, সিকদার পাড়া, রূপনগর
৯নং ওয়ার্ড পূর্ব সরফভাটা ১০নং ওয়আর্ড কাদের নগর

[২]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

সরফভাটা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.১২%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়

[৩]

মাদ্রাসা

[৪]

প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গল সরফভাটা বড়খোলা মগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গল সরফভাটা হাজী ছবিউল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সফরভাটা আশ্রয়ন প্রকল্প রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সরফভাটা ছৈয়দুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সরফভাটা ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সরফভাটা সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সরফভাটা সৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৫]

কিন্ডারগার্টেন
  • আল্লামা ইকবাল একাডেমী
  • আশরাফুল উলুম নূরানী কিন্ডারগার্টেন
  • ইমাম আজম আবু হানিফা (রহ.) কেজি স্কুল
  • কাজী নজরুল ইসলাম কিন্ডারগার্টেন
  • সরফভাটা মডেল কেজি স্কুল (বন্ধ)
  • হযরত আলী হায়দার ইনস্টিটিউট
  • হযরত ওমর বিন খাত্তাব (রা.) কিন্ডারগার্টেন
  • হাজী ইসমাঈল সিকদার কিন্ডারগার্টেন
  • হালিমা আলী কিন্ডারগার্টেন
  • রাইজিং একাডেমি

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

সরফভাটা ইউনিয়নে যোগাযোগের প্রধান মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। কাপ্তাই সড়ক হতে গোডাউন ব্রীজ হয়ে সরফভাটা শিলক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়াতে কোদালা, পদুয়া, পার্বত্য বান্দরবান জেলা এবং বোয়ালখালী উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত।[৬]

ভাষা ও সংস্কৃতি সম্পাদনা

চট্টগ্রাম জেলার অন্যান্য অঞ্চলের মত সরফভাটা ইউনিয়নের লোকেরাও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়াও জঙ্গল সরফভাটা অঞ্চলে বসবাসরত উপজাতিরা তাদের নিজস্ব ভাষায় কথা বলে।[৭]

খাল ও নদী সম্পাদনা

সরফভাটা ইউনিয়নের উত্তরে কর্ণফুলী নদী, নদীটি পূর্ব থেকে পশ্চিম সরফভাটা ক‌ইল্লারজান ও জুটমিলের মাঝামাঝি, পাশ থেকে দক্ষিণ হয়ে চিড়িঙ্গা বেতাগী পর্যন্ত কর্ণফুলী নদী বয়ে চলেছে। এছাড়াও সরফভাটা-শিলক সীমান্ত দিয়ে শিলক খাল এবং জঙ্গল সরফভাটা অঞ্চল দিয়ে চিড়িঙ্গা খাল বয়ে চলেছে, জঙ্গল সরফভাটার পশ্চিমে ও দক্ষিণে বোয়ালখালী ।[৮]

হাট-বাজার সম্পাদনা

সরফভাটা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল ক্ষেত্রবাজার। এছাড়াও বিভিন্ন লোকালয়ে নিয়মিত বাজার বসে। সরফভাটা ইউনিয়নের লোকালয়ে অবস্থিত একটি বাজার। যা মীরেরখীল বাজার নামে খ্যাত। [৯]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • পূর্ব সরফভাটা রূপান্তর চর,
  • সরফভাটা বড়খোলা পাড়া

কাপ্তাই সড়কের গোডাউন নেমে দক্ষিণে ২য় কর্ণফুলী সেতু হয়ে ইউনিয়নের সর্ব-দক্ষিণে জঙ্গল সরফভাটা অঞ্চলে অবস্থিত।

  • সরফভাটা আশ্রয়ন কেন্দ্র

কাপ্তাই সড়ক হতে সিএনজি বা অন্যান্য গাড়ী যোগে যাওয়া যায়।

  • সিঙ্গাপুর মার্কেট:-জঙ্গল সরফভাটায় অবস্থিত একটি দার্শনিয় জায়গা।
  • কর্ণফুলী নদী:-বাংলাদেশের অন্যতম অসাধারণ নদী ও দার্শনিয় জায়গা।[১০]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: শেখ ফরিদ উদ্দীন চৌধুরী[১১]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আবুল কালাম চৌধুরী (প্রেসিডেন্ট)
০২ আলী আহমদ চৌধুরী (প্রেসিডেন্ট)
০৩ তোফায়েল আহমদ চৌধুরী (প্রেসিডেন্ট)
০৪ আহমদ কবির তালুকদার ১৯৬৪-১৯৭১
০৫ আলী আহমদ চৌধুরী ১৯৭২-১৯৭৪
০৬ ছৈয়দ আহমদ সওদাগর ১৯৭৫-১৯৮৩
০৭ বদিউল আলম সওদাগর ১৯৮৪-১৯৮৬
০৮ সিরাজ দৌল্লাহ চৌধুরী ( ভারপ্রাপ্ত) ১৯৮৭-১৯৮৮
০৯ শাহ আলম সওদাগর ১৯৮৯-১৯৯৩
১০ মোহাম্মদ আলী চৌধুরী ১৯৯৩-১৯৯৮
১১ ফজলুল কাদের চৌধুরী ১৯৯৯-২০০৪
১২ আলমগীর চৌধুরী ২০০৪-২০১১
১৩ এম মুজিবুল ইসলাম সরফী ২০১১-২০১৬
১৪ শেখ ফরিদ উদ্দীন চৌধুরী ২০১৬-বর্তমান

[১২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রাম ভিত্তিক লোক সংখ্যা - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd। ১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd 
  4. "মাদ্রাসা - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=08[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "যোগাযোগ ব্যবস্থা - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd। ১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  7. "ভাষা ও সংস্কৃতি - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd। ১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  8. "খাল ও নদী - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd। ১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  9. "হাট বাজারের তালিকা - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd 
  10. "দর্শনীয়স্থান - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd। ১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 
  11. Bhorerkagoj। "পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল"www.bhorerkagoj.net [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সরফভাটা ইউনিয়ন - সরফভাটা ইউনিয়ন"sharafbhataup.chittagong.gov.bd। ১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা