চট্টগ্রাম-৭
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(চট্টগ্রাম-৭ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
চট্টগ্রাম-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮৪নং আসন।
চট্টগ্রাম-৭ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাচট্টগ্রাম-৭ আসনটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা এবং বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ হাছান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-৭[৮][৯][১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাসদ | মঈন উদ্দিন খান বাদল | ১,৫০,৬৪৮ | ৫১.৭ | প্র/না | ||
বিএনপি | এরশাদ উল্লাহ | ১,৩৩,৪৬৬ | ৪৫.৮ | -৩.২ | ||
স্বতন্ত্র | মাহাবুবুল আলম | ৩,৭৮৯ | ১.৩ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | আবুল মনছুর | ২,৪৯১ | ০.৯ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | আব্দুর রহিম মোল্লা | ৬৫৫ | ০.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | এএএম হায়দার আলী চৌধুরী | ১১৫ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ নুরুল ইসলাম | ১০৩ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,১৮২ | ৫.৯ | -১.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,৯১,২৬৭ | ৭৭.৪ | +৪.৮ | |||
বিএনপি থেকে জাসদ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-৭[১১] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | সালাউদ্দিন কাদের চৌধুরী | ৬৫,১১৬ | ৪৯.০ | +৭.৩ | |
আওয়ামী লীগ | মোহাম্মদ সাদেক চৌধুরী | ৫৫,২৬৭ | ৪১.৬ | +৪.৭ | |
স্বতন্ত্র | মোঃ নুরুল আলম তালুং | ১১,৮৩০ | ৮.৯ | -৬.০ | |
কমিউনিস্ট পার্টি | প্রমোদ বারন বড়ুয়া | ৪০৩ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | কাজী মোঃ ইউসুফ | ২০১ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৮৪৯ | ৭.৪ | +২.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৩২,৮১৭ | ৭২.৬ | +৩.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-৭[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | সালাউদ্দিন কাদের চৌধুরী | ৩৯,২৯৬ | ৪১.৭ | +১৭.৩ | ||
আওয়ামী লীগ | মোহাম্মদ সাদেক চৌধুরী | ৩৪,৭৫৪ | ৩৬.৯ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ নুরুল আলম | ১৪,০৮৬ | ১৪.৯ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | মোঃ আমিরুজ্জামান | ৩,৭০৯ | ৩.৯ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | কাজী মোহাম্মদ মুসা নাঈমী | ১,৪২১ | ১.৫ | -০.১ | ||
জাতীয় পার্টি | মোঃ নুরুল ইসলাম | ৮৯৩ | ০.৯ | প্র/না | ||
জাকের পার্টি | এম. এ. হায়দার চৌধুরী | ১১২ | ০.১ | ০.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৫৪২ | ৪.৮ | -৩.৩ | |||
ভোটার উপস্থিতি | ৯৪,২৭১ | ৬৯.৪ | +১৫.৪ | |||
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-৭[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ ইউসুফ | ৩৪,৬১৫ | ৪০.৩ | |||
এনডিপি | গিয়াসউদ্দিন কাদের চৌধুরী | ২৭,৬৪০ | ৩২.২ | |||
বিএনপি | মোঃ নুরুল আলম | ২০,৯৯১ | ২৪.৪ | |||
ইসলামী ফ্রন্ট | ফজলুল কবির চৌধুরী | ১,৩৮৫ | ১.৬ | |||
স্বতন্ত্র | বাবু সন্তোষ ভুষন দাস | ৬১৫ | ০.৭ | |||
স্বতন্ত্র | সাদেকুন নুর সি | ৩৮৬ | ০.৪ | |||
জাকের পার্টি | এম এ হায়দার চৌধুরী | ১০৬ | ০.১ | |||
ন্যাপ (ভাসানী) | আ. কাদের চৌধুরী | ৯৯ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আলমগীর চৌধুরী | ৮৬ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৯৭৫ | ৮.১ | ||||
ভোটার উপস্থিতি | ৮৫,৯২৩ | ৫৪.০ | ||||
জাতীয় পার্টি থেকে কমিউনিস্ট পার্টি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম-৭ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃষ্ঠা 300, 322।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চট্টগ্রাম-৭
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |