চট্টগ্রাম-৭

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

চট্টগ্রাম-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮৪নং আসন।

চট্টগ্রাম-৭
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাচট্টগ্রাম জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৫,১৫,৬৪১ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৬২,৭৭৬
  • নারী ভোটার: ২,৫২,৮৬৪
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

চট্টগ্রাম-৭ আসনটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা এবং বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ ডাঃ ক্যাপ্টেন আবুল কাসেম বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ মুসলিম লীগ[]
১৯৮৬ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী জাতীয় পার্টি[]
১৯৮৮ নজরুল ইসলাম জাতীয় পার্টি[]
১৯৯১ মোঃ ইউসুফ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ নুরুল আলম স্বতন্ত্র
জুন ১৯৯৬ সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মোহাম্মদ হাছান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ মোহাম্মদ হাছান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মোহাম্মদ হাছান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ মোহাম্মদ হাছান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ হাছান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-৭[][][১০]
দল প্রার্থী ভোট % ±%
জাসদ মঈন উদ্দিন খান বাদল ১,৫০,৬৪৮ ৫১.৭ প্র/না
বিএনপি এরশাদ উল্লাহ ১,৩৩,৪৬৬ ৪৫.৮ -৩.২
স্বতন্ত্র মাহাবুবুল আলম ৩,৭৮৯ ১.৩ প্র/না
ইসলামী ফ্রন্ট আবুল মনছুর ২,৪৯১ ০.৯ প্র/না
ইসলামী আন্দোলন আব্দুর রহিম মোল্লা ৬৫৫ ০.২ প্র/না
জাতীয় পার্টি এএএম হায়দার আলী চৌধুরী ১১৫ ০.০ প্র/না
স্বতন্ত্র মোঃ নুরুল ইসলাম ১০৩ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৭,১৮২ ৫.৯ -১.৫
ভোটার উপস্থিতি ২,৯১,২৬৭ ৭৭.৪ +৪.৮
বিএনপি থেকে জাসদ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-৭[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী ৬৫,১১৬ ৪৯.০ +৭.৩
আওয়ামী লীগ মোহাম্মদ সাদেক চৌধুরী ৫৫,২৬৭ ৪১.৬ +৪.৭
স্বতন্ত্র মোঃ নুরুল আলম তালুং ১১,৮৩০ ৮.৯ -৬.০
কমিউনিস্ট পার্টি প্রমোদ বারন বড়ুয়া ৪০৩ ০.৩ প্র/না
স্বতন্ত্র কাজী মোঃ ইউসুফ ২০১ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯,৮৪৯ ৭.৪ +২.৬
ভোটার উপস্থিতি ১,৩২,৮১৭ ৭২.৬ +৩.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-৭[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী ৩৯,২৯৬ ৪১.৭ +১৭.৩
আওয়ামী লীগ মোহাম্মদ সাদেক চৌধুরী ৩৪,৭৫৪ ৩৬.৯ প্র/না
স্বতন্ত্র মোঃ নুরুল আলম ১৪,০৮৬ ১৪.৯ প্র/না
জামায়াতে ইসলামী মোঃ আমিরুজ্জামান ৩,৭০৯ ৩.৯ প্র/না
ইসলামী ফ্রন্ট কাজী মোহাম্মদ মুসা নাঈমী ১,৪২১ ১.৫ -০.১
জাতীয় পার্টি মোঃ নুরুল ইসলাম ৮৯৩ ০.৯ প্র/না
জাকের পার্টি এম. এ. হায়দার চৌধুরী ১১২ ০.১ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ৪,৫৪২ ৪.৮ -৩.৩
ভোটার উপস্থিতি ৯৪,২৭১ ৬৯.৪ +১৫.৪
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-৭[১১]
দল প্রার্থী ভোট % ±%
কমিউনিস্ট পার্টি মোঃ ইউসুফ ৩৪,৬১৫ ৪০.৩
এনডিপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ২৭,৬৪০ ৩২.২
বিএনপি মোঃ নুরুল আলম ২০,৯৯১ ২৪.৪
ইসলামী ফ্রন্ট ফজলুল কবির চৌধুরী ১,৩৮৫ ১.৬
স্বতন্ত্র বাবু সন্তোষ ভুষন দাস ৬১৫ ০.৭
স্বতন্ত্র সাদেকুন নুর সি ৩৮৬ ০.৪
জাকের পার্টি এম এ হায়দার চৌধুরী ১০৬ ০.১
ন্যাপ (ভাসানী) আ. কাদের চৌধুরী ৯৯ ০.১
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) আলমগীর চৌধুরী ৮৬ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৬,৯৭৫ ৮.১
ভোটার উপস্থিতি ৮৫,৯২৩ ৫৪.০
জাতীয় পার্টি থেকে কমিউনিস্ট পার্টি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চট্টগ্রাম-৭ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃষ্ঠা 300, 322। 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা