শম্ভুনাথ সাহা ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। শম্ভুনাথের বাড়ি প্রায়শই বিশিষ্ট বিপ্লবীদের মিলনস্থল হয়ে উঠত। এটি তাঁর পক্ষে তাদের আলোচনা শোনার সুযোগ হিসাবে কাজ করেছিল এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে অনুপ্রাণিত হয়েছিল। তিনি জেলার অভ্যন্তরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই বিপ্লবীদের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন। প্রায়শই কলকাতা, মেদিনীপুর এবং বর্ধমান প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৪২ সালের সেপ্টেম্বর মাসে দুবরাজপুর রণক্ষেত্রে পরিণত হয়, যেখানে ইংরেজ পুলিশকে গ্রেফতার করা থেকে বিরত রাখা হয়। গোলক দাস, তিলক দাস, নিতাই পদ দাসের মতো সহযোদ্ধাদের নিয়ে সাহা বোমা সংগ্রহ করেন। অসংখ্য সাহসী তরুণ সেদিন বিভিন্ন এলাকা থেকে মিছিল করে আদালত প্রাঙ্গণ পর্যন্ত আসেন। তিনি নির্ভয়ে আদালত কক্ষে পুলিশ কর্মকর্তার সামনে হাজির হন। দুঃসাহসিক অভিনয়ে তিনি তিলক দাস ও গোলক দাসকে সঙ্গে নিয়ে বোমা ছুড়তে শুরু করেন। আজব লাল সাহা তার ছেলের কর্মকাণ্ড দেখে বিস্মিত হন এবং ভয় পান যে পুলিশ গুলি চালাতে পারে। তবে ৫০০ লোকের উপস্থিতি পুলিশকে ভয় দেখিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধা দেয়। এরপর তিনি জগদীশচন্দ্র ঘোষ, হারনচন্দ্র খন্দগর ও কালী কৃষ্ণ মিত্রকে সঙ্গে নিয়ে ইংরেজ পুলিশের সামনে সাহসের সঙ্গে ভারত ছাড়ো স্লোগান দেন। তিনি মহাত্মা গান্ধীর 'করেঙ্গে অথবা মরে'র আহ্বানকে মূর্ত প্রতীক করে তুলেছিলেন তাঁর সাহসী অবস্থানের মাধ্যমে। ইংরেজ পুলিশ ঘুরে দাঁড়ালে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। দরবারে ভারতের পতাকা উত্তোলনের পর সবাই বাড়ি ফিরলে ইংরেজ কর্তৃপক্ষের রোষানল তীব্র হয়ে ওঠে। পুলিশ আজব লাল ও শম্ভুনাথকে গ্রেপ্তার করতে এলে তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা মামা-বাগনে পর্বত গুহায় আশ্রয় নিয়েছিল, যা মুক্তিযোদ্ধাদের জন্য একটি পরিচিত আস্তানা ছিল। দীর্ঘ চেষ্টা করেও পুলিশ তাদের সন্ধান করতে ব্যর্থ হয়।

শম্ভুনাথ সাহা
শম্ভুনাথ সাহা
জন্ম১৯১২
দুবরাজপুর,পশ্চিমবঙ্গ
মৃত্যু১৯৭২
কলকাতা
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন,
পিতা-মাতা
  • আজব লাল সাহা (পিতা)
  • সিন্ধুবালা (মাতা)

১৯৭২ সালে শম্ভুনাথ সাহা মৃত্যুবরণ করেন। একই বছরের আগস্ট মাসে ভারত সরকার তাকে তাম্রশাসন দিয়ে সম্মানিত করে।[১][২]

জন্ম সম্পাদনা

শম্ভুনাথ সাহা ১৯১২ সালে দুবরাজপুরে তাঁর মা সিন্ধুবালা দাসীর ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আজব লাল সাহা। তিনি নিকটবর্তী একটি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে দুবরাজপুর আরবিএসডি ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করেন। ম্যাট্রিক পাস করার পর তিনি দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গণ, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৫।