শম্ভুগঞ্জ
শম্ভুগঞ্জ বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডভুক্ত একটি টাউন। এটি ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে অবস্থিত। ব্রহ্মপুত্র সেতুর মাধ্যমে এটি ময়মনসিংহ মহানগরের বাকি অংশের সাথে যুক্ত। শম্ভুগঞ্জ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ,শেরপুর,নেত্রকোণা,সিলেট ও চট্টগ্রাম যাতায়াতের প্রধান সড়কের সংযোগস্থলে অবস্থিত।
শম্ভুগঞ্জ | |
---|---|
শহরাঞ্চল | |
উপর থেকে ঘড়ির কাঁটার দিক অনুসারে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, শম্ভুগঞ্জ সড়ক সেতুর দৃশ্য এবং সেতুর উদ্বোধনী ফলক | |
বাংলাদেশের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৫′৪৫″ উত্তর ৯০°২৭′০৩″ পূর্ব / ২৪.৭৬২৬৩৬° উত্তর ৯০.৪৫০৮৭১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ |
জেলা | ময়মনসিংহ |
সিটি কর্পোরেশন | ময়মনসিংহ |
ওয়ার্ড | ৩৩ নং ওয়ার্ড[১] |
শম্ভুগঞ্জ রেলওয়ে সেতু উদ্বোধন | ১৯১৫ |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০) |
পোস্ট কোড | ২২০৩ |
ইতিহাস
সম্পাদনা১৯১৫ সালে চর কালিবাড়ি ও কেওয়াটখালী এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর রেলওয়ে সেতু নির্মিত হয়, যা ময়মনসিংহকে মোহনগঞ্জ, জারিয়া-ঝাঞ্জাইল এবং ভৈরবের সাথে যুক্ত করে।[২] এই সেতু ও রেলপথ নির্মিত হওয়ার সময়ে শম্ভুগঞ্জ বাজারে একটি রেল স্টেশন স্থাপিত হয়। ১৯৩৩ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন কেওয়াটখালী-শম্ভুগঞ্জ রেল সেতুকে কেন্দ্র করে “রেল ব্রিজ” শিরোনামে দুইটি চিত্র আঁকেন, যা জয়নুল আবেদিন সংগ্রহশালায় সংরক্ষিত আছে।[৩] ১৯৯২ সালের ১ জানুয়ারি পাটগুদাম-চায়নামোড় এলাকায় সড়ক সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়।[৪]এই সেতুটির দৈর্ঘ্য ৪৫৫ মিটার। ময়মনসিংহ মহানগরের চায়নামোড়-চরকালিবাড়ী এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজার প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। আর মূল শহর থেকে এর দূরত্ব ৪ কিলোমিটার।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহ সিটির ২০ নং ওর্য়াড শম্ভূগঞ্জ"। ভিওয়াইম্যাপস। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- ↑ "শতবর্ষী রেলসেতুটি ঝুঁকিপূর্ণ"। প্রথম আলো। ২২ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।
- ↑ আল মামুন খান, এম.আব্দুল্লাহ আল (২৮ মে ২০১৩)। "বেহাল দশায় জয়নুল সংগ্রহশালা: হদিস নেই ৭ চিত্রকর্মের"। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "২৭ বছরেও বন্ধ হয়নি ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়"। বৈশাখী অনলাইন। ৩১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |