লুসি রহমান

ব্রিটিশ গায়িকা

লুসি রহমান একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী।

লুসি রহমান
লুসি রহমান
জন্ম১৯৬০ এর দশকে
ঢাকা, পূর্ব পাকিস্তান (এখন বাংলাদেশ)
উদ্ভবইলফোর্ড, রেডব্রিজ, লন্ডন, ইংল্যান্ড
ধরনবাংলা
পেশাকণ্ঠশিল্পী
বাদ্যযন্ত্র
কার্যকাল১৯৯৮-বর্তমান

প্রাথমিক জীবন সম্পাদনা

লুসি রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের  ঢাকা শহরে (এখন বাংলাদেশ) জন্মগ্রহণ করেন[১] তার পরিবার ঢাকার একটি সঙ্গীতজ্ঞ, শিল্পী ও কবি পরিবার হিসেবে বিখ্যাত। ছয় বছর বয়স থেকে তিনি তার পিতা লুতফর রহমানের কাছে ভারতীয় শাস্ত্রীয় এবং আধা-শাস্ত্রীয় গানের ওপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।[২] তার পিতা ক্লাসিক্যাল গানের গায়ক হিসেবে বিখ্যাত ছিলেন। এছাড়া সফল সুরকার হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। তারপর লুসি রহমান নজরুল একাডেমী তে যান এবং সেখানে যেখানে তিনি ছয় বছর গবেষণা করেন এবং ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

১৯৮৩ সালে লুসি রহমান তার স্বামী মোহাম্মাদ হাবিব রহমানের সাথে লন্ডন, ইংল্যান্ড এ চলে যান। তাকে অসংখ্য টেলিভিশন অনুষ্ঠান, যেমন চ্যানেল ৪-এর ইস্টার্ন আই তে দেখা  যেত, সেই সাথে বেলজিয়াম, নেদারল্যান্ডমার্কিন যুক্তরাষ্ট্রতে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন।[১]

১৯৯৮ সাল থেকে লুসি রহমান জাজ মিউজিক গ্রুপ গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রার নেতৃস্থানীয় গায়িকা হিসেবে খ্যাত হন।[৩][৪] তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের অসংখ্য মঞ্চ, টেলিভিশন এবং রেডিও তে অনুষ্ঠান করেছেন। তিনি গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রার সাথে অনেক স্থানে ভ্রমণ করেছেন। এর মধ্যে যুক্তরাজ্যের ওয়েলস থিয়েটার, রানী এলিজাবেথ হল এবং Barbican সেন্টার  ও আছে।[২]

লুসি রহমান যুক্তরাজ্যের মঞ্চেও নিজেই অনুষ্ঠান করেছেন।[৫] টেছাড়া বিভিন্ন আন্তর্জাতিক স্থান, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হল নিউ ইয়র্ক সিটি, বার্লিন, ব্রাসেলস এবং প্যারিস শহর।[২] এছাড়াও তিনি  বিবিসি এবং চ্যানেল 4 টেলিভিশনে  একক অনুষ্ঠান করেছেন অনেক। তিনি অনেক প্লেব্যাক গানের গায়িকা হিসেবেও গান গেয়েছেন।[৬][৭][৮]

২০১৫ সালে লুসি রহমান গায়ক হিসেবে আমিনা খৈয়াম এর ফেদেরিকো গার্সিয়া লোরকার নাটক Yerma করেন। [৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Lucy Rahman" (ইংরেজি ভাষায়)। কালচারাল কো-অপারেশন। ২ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১ 
  2. Karim, Mohammed Abdul; Karim, Shahadoth (অক্টোবর ২০০৯)। British Bangladeshi Who's Who (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ বাংলা মিডিয়া গ্রুপ। পৃষ্ঠা 104। ১১ অক্টোবর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১ 
  3. "Lucy Rahman" (ইংরেজি ভাষায়)। Tower Hamlets Arts & Entertainment। ১ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১ 
  4. "Lucy Rahman" (ইংরেজি ভাষায়)। Grand Union Orchestra। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১ 
  5. "Baishakhi Mela" (ইংরেজি ভাষায়)। বিবিসি এশিয়ান নেটওয়ার্ক। ১০ মে ২০০৯। ২৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১ 
  6. "Lucy Rahman/vocalist" (ইংরেজি ভাষায়)। Amina Khayyam Dance Company। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
  7. Mannikka, Eleanor। "A Kind of English (1986)" (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
  8. Variety Film Reviews (ইংরেজি ভাষায়)। 19। R R Bowker Publishing]]। ১৯৮৮। আইএসবিএন 978-0-8352-2799-5 
  9. Bruce, Keith (১২ আগস্ট ২০১৫)। "Giving a voice to silent women through Kathak dance" (ইংরেজি ভাষায়)। Glasgow: হেরাল্ড। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬