লালদিঘি মন্দির
বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা
লালদিঘি মন্দির বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১]
লালদিঘি মন্দির | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | রংপুর জেলা |
অবস্থান | |
অবস্থান | বদরগঞ্জ উপজেলা |
দেশ | বাংলাদেশ |
বিবরণসম্পাদনা
লালদিঘি মন্দিরটির তিনটি প্রধান কক্ষ আছে। এছাড়াও মন্দিরটির আরো কয়েকটি ছোট ছোট অংশ আছে। এর অভ্যন্তরের শিবলিঙ্গ আছে। মন্দিরটির প্রধান অংশের সামনে একটি শতবর্ষী বটগাছ আছে। মন্দিরের সাথে একটি আঁকাবাঁকা পুকুর ও পাশের ধানক্ষেত আছে। মন্দিরের পাশ দিয়ে একটি পাকা সড়ক প্রবাহিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
আরো পড়ুনসম্পাদনা
চিত্রশালাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "প্রত্নস্হলের তালিকা"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। archaeology.gov.bd। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬।
উইকিমিডিয়া কমন্সে লালদিঘি মন্দির সংক্রান্ত মিডিয়া রয়েছে।