বার পাইকের গড়

বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা

বার পাইকের গড় বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন দুর্গ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা[১]

বার পাইকের গড়
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাদিনাজপুর জেলা
অবস্থান
অবস্থানঘোড়াঘাট উপজেলা
দেশবাংলাদেশ

অবস্থানসম্পাদনা

ঘোড়াঘাট-রানীগঞ্জ রোডের উপর বিরাহিমপুর কাছারী । এর উত্তরে দিওয়ান গাযীর মাযার। তার পূর্বদিকে মহিলা বা ময়লা নদী অবস্থিত। নদীর ডান দিকে যে ত্রিভূজাকৃতি স্থলভাগ আছে সেটাই বারপাইকের গড় নামে পরিচিত।

বিবরণসম্পাদনা

বারপাইকের গড়ের পশ্চিম দিকে নদীর চেয়ে চওড়া ও গভীর পরিখা আছে। একসময় এই খাদে পানির প্রবাহ অনেক ছিল। খাদের পাশে বড় রাজপথ আছে। প্রাচীনকালে এই গড়ের ভিতরে একটি অট্টালিকা ছিল, ব্রিটিশ আমলেও তার সামান্য অস্তিত্ব দেখা গিয়েছিল । এখন এখানে সামান্য উঁচু মাটির ঢিবি দেখা যায়।[২]

নামকরণসম্পাদনা

কথিত আছে গৌড়ের সুলতান যখন রুকনউদ্দিন বরবক শাহ (১৪৫৯-১৪৭৬ খ্রি.) ছিলেন, তখন তার সেনাপতি শাহ ইসমাইল গাজী ১২ জন পাইকস এই দুর্গে আশ্রয় নিয়েছিলেন । ১২ জন পাইক থাকার কারণে এই দুর্গটির নাম বারপাইকের গড় হয়।

আরো পড়ুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "প্রত্নস্হলের তালিকা"বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরhttp://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া লেখক; ঝিনুক প্রকাশনী; প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি (প্রথম খন্ড); ২০১০; পৃষ্ঠা- ১০২-১০৪, ISBN 984- 70112-0112-0