লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর

একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সৈয়দপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এটি একটি। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন এই প্রতিষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর
অবস্থান

,
৫৩১০

তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
নীতিবাক্যশেখার জন্য এসো, সেবার জন্য যাও
প্রতিষ্ঠাকাল২০০১
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
বিদ্যালয় জেলানীলফামারী
সেশনজানুয়ারি- ডিসেম্বর
বিদ্যালয় কোড১২৫২০৪
চেয়ারম্যানমোঃ নজরুল ইসলাম
শিক্ষকমণ্ডলী১২০+
কর্মচারী২০
শ্রেণীপ্লে - দ্বাদশ
লিঙ্গছেলে, মেয়ে
বয়সসীমা০৫-১৮
শিক্ষার্থী সংখ্যা২০০০+ জন
ভাষাবাংলা
সময়সূচির ধরনমাধ্যমিক বিদ্যালয়
সময়সূচিসকাল ১০ঃ০০ মিনিট - বিকাল ৪ঃ০০ মিনিট
বিদ্যালয়ের কার্যসময়৬ ঘণ্টা
শ্রেণীকক্ষ৬০ টি
ক্যাম্পাসসমূহ১টি
ক্যাম্পাসের ধরনশহর
রংআকাশী এবং নেভি ব্লু         
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
যোগাযোগ০৫৫২৬-৭২৫৫৬
ওয়েবসাইটhttp://lscs.edu.bd

ইতিহাস সম্পাদনা

২০০১ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে প্লে থেকে দশম শ্রেনী পর্যন্ত পাঠ্যেক্রম চালু করা হয়। পরে তা উচ্চমাধ্যমিককে পরিবর্তন করা হয়। লায়ন্স স্কুল এন্ড কলেজ,সৈয়দপুর শিক্ষা, সহ-পাঠ্যক্রম কার্যক্রম, গবেষণা এবং বৃত্তিবৃদ্ধির মাধ্যমে সম্প্রদায়গুলোকে বৌদ্ধিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সুবিধা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্কুল ও কলেজ বাংলাদেশের জাতীয় শিক্ষাব্যবস্থায় বিশ্বমানের শিক্ষা এবং গবেষণা সরবরাহ করছে। প্রতিষ্ঠাকালে ছাত্র এবং শিক্ষক সংখ্যা ছিলো যথাক্রামে ৫০০ এবং ৬০ জন।

ক্যাম্পাসের বর্ণনা সম্পাদনা

এর অবস্থান সৈয়দপুর ক্যান্টমেন্ট সড়কের উত্তর পাশে এবং সৈয়দপুর শহরে অবস্থিত।[১]

অবকাঠামো সম্পাদনা

এ প্রতিষ্ঠানে রয়েছে উন্নত ও আধুনিক অবকাঠামোগত সুবিধাদি। প্রতিষ্ঠানের ছয়টি ভবন রয়েছে। ছয়টির মধ্যে একটি ভবনে রয়েছে স্কুল লাইব্রেরি এবং পদার্থ, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার বিজ্ঞান প্রভৃতি বিষয়ভিত্তিক গবেষণাগার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০