লাখোঁ মেঁ এক

১৯৭১-এ মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র

লাখোঁ মেঁ এক (হিন্দি: लाखों में एक; অনু. লাখের মধ্যে এক) হলো এস. এস. বালান পরিচালিত ১৯৭১ সালের একটি ভারতীয় হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মেহমুদ ও রাধা সালুজা। এই চলচ্চিত্রটি প্রাণ এবং মেহমুদ অভিনীত চরিত্রগুলির মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে নির্মিত। এটি তামিল চলচ্চিত্র ইধির নিচাল (১৯৬৮)-এর পুনর্নিমাণ।[১]

লাখোঁ মেঁ এক
পোস্টার
পরিচালকএস. এস. বালান
রচয়িতাকে. বলচাঁদ
শ্রেষ্ঠাংশেমেহমুদ
রাধা সালুজা
প্রাণ
অরুণা ইরানি
সুরকারআর. ডি. বর্মণ
প্রযোজনা
কোম্পানি
জেমিনি স্টুডিও
মুক্তি৯ এপ্রিল ১৯৭১ (1971-04-09)
স্থিতিকাল১৫৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সংগীত সম্পাদনা

শিরোনাম শিল্পী
"চান্দা ও চান্দা" (মহিলা) লতা মঙ্গেশকর
"জোগি ও জোগি, পেয়ার মেঁ ক্যায়া হোগা" লতা মঙ্গেশকর, কিশোর কুমার
"চান্দা ও চান্দা" (পুরুষ) কিশোর কুমার
"ম্যায় তেরা নাম জানু না" আশা ভোঁসলে
" ইয়ে দুনিয়া খেল তামাশা, গাড়ি মেঁ তোলা, গাড়ি মেঁ মাশা" আশা ভোঁসলে, মোহাম্মদ রফি
"মেরে সামনেওয়ালে কামরে মেঁ, এক বড়ে কা টাট্টু রেহতা হ্যায়" আশা ভোঁসলে, মান্না দে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Lakhon Mein Ek (1971)"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-০৫। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা