ললিত মোহন শুক্লবৈদ্য

ভারতীয় রাজনীতিবিদ

ললিত মোহন শুক্লবৈদ্য (জন্ম ১ ডিসেম্বর ১৯৪২) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি লোকসভা থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত আসামের করিমগঞ্জ আসনের প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য।

ললিত মোহন শুক্লবৈদ্য
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৩ মে ২০০৪ – ১৬ মে ২০১৪
পূর্বসূরীনেপাল চন্দ্র দাস
উত্তরসূরীরাধেশ্যাম বিশ্বাস
সংসদীয় এলাকাকরিমগঞ্জ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1942-12-26) ২৬ ডিসেম্বর ১৯৪২ (বয়স ৮১)
করিমগঞ্জ, আসাম, ভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীSandhya Suklabaidya
সন্তান2
প্রাক্তন শিক্ষার্থীগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
30 August, 2012 অনুযায়ী
উৎস: [১]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে জন্মগ্রহণকারী শুক্লবৈদ্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন এবং অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন।[] তিনি সন্ধ্যা সুক্লাবৈদ্যের সাথে বিবাহিত এবং দুই সন্তানের জনক। ললিতমোহন সুক্লাবৈদ্যের তিন নাতি-নাতনি।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

শিলচর পলিটেকনিক এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে শিক্ষকতা করেছেন সুক্লাবৈদ্য। তিনি আসামের উচ্চ শিক্ষার যুগ্ম পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।[]

তার ছেলে জয়দীপ শুক্লা একজন সিভিল সার্ভিস অফিসার।[] তার নাতনী নয়রিতা একজন রাজনীতিবিদ।[]

রাজনৈতিক পেশা

সম্পাদনা

সুক্লাবৈদ্য লোকসভা থেকে সংসদ সদস্য (এমপি) হিসাবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন।[] তিনি ২০০৪ সালে করিমগঞ্জ থেকে নির্বাচিত হন এবং ২০০৯ সালে পুনরায় নির্বাচিত হন। সুক্লাবৈদ্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Shri Lalit Mohan Suklabaidya"। Government of India। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১২ 
  2. "Contact Us Page | Hailakandi | Government Of Assam, India"hailakandi.assam.gov.in। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 
  3. "Assam Congress welcomes Naiwrita Joy Shukla in party as Sushmita Dev's replacement in Barak Valley"NORTHEAST NOW। ১৭ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩