লয়েড শ্যাপলি

অর্থনীতিতে নোবেল পুরষ্কার বিজয়ী

লয়েড স্টোয়েল শ্যাপলি (২ জুন, ১৯২৩ - ১২ মার্চ, ২০১৬) (ইংরেজি: Lloyd Stowell Shapley) যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিতবিদ ও অর্থনীতিবিদ। তিনি গাণিতিক অর্থশাস্ত্র, বিশেষত ক্রিয়া তত্ত্বে (গেম থিওরি) অসামান্য অবদান রেখেছেন। "স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা তত্ত্বের" জন্য তিনি অধ্যাপক অ্যালভিন এলিয়ট রথের সাথে যৌথভাবে ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

লয়েড শ্যাপলি
১৯৮০ সালে শ্যাপলি
জন্ম
লয়েড স্টোয়েল শ্যাপলি

(১৯২৩-০৬-০২)২ জুন ১৯২৩
মৃত্যু১২ মার্চ ২০১৬(2016-03-12) (বয়স ৯২)
টাকসন, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (বিএ)
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
পরিচিতির কারণশ্যাপলি ভ্যালু
শ্যাপলি-শুবিক পাওয়ার ইনডেক্স
স্টোকাস্টিক গেমস
বন্ডারেভা-শ্যাপলি থিওরেম
[[শ্যাপলি-ফোকম্যান লেমা এবং থিওরেম]]
গেল-শ্যাপলি অ্যালগরিদম
পোটেনশিয়াল গেম
কোর, কার্নেল ও নিউক্লিয়োলাস
মার্কেট গেমস
অথরিটি ডিস্ট্রিবিউশন
মাল্টি-পারসন ইউটিলিটি
নন-অ্যাটমিক গেমস
দাম্পত্য সঙ্গীম্যারিয়ান লুইস শ্যাপলি (১৯৫৫ থেকে)[]
পুরস্কারঅর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার (২০১২)
ব্রোঞ্জ স্টার মেডেল (১৯৪৪)
গোল্ডেন গুজ অ্যাওয়ার্ড (২০১৩)
জন ভন নিউম্যান থিওরি প্রাইজ (১৯৮১)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত, অর্থনীতি
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস
RAND কর্পোরেশন
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
অভিসন্দর্ভের শিরোনামঅ্যাডিটিভ অ্যান্ড নন-অ্যাডিটিভ সেট ফাংশনস (১৯৫৩)
ডক্টরাল উপদেষ্টাঅ্যালবার্ট ডব্লিউ. টাকার[]
ওয়েবসাইটwww.econ.ucla.edu/shapley/

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Jain, C (মার্চ ১৫, ২০১৬)। "Spouse - source from NYTimes"The New York Times 
  2. টেমপ্লেট:Mathgenealogy