লয়েড শ্যাপলি
অর্থনীতিতে নোবেল পুরষ্কার বিজয়ী
লয়েড স্টোয়েল শ্যাপলি (২ জুন, ১৯২৩ - ১২ মার্চ, ২০১৬) (ইংরেজি: Lloyd Stowell Shapley) যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিতবিদ ও অর্থনীতিবিদ। তিনি গাণিতিক অর্থশাস্ত্র, বিশেষত ক্রিয়া তত্ত্বে (গেম থিওরি) অসামান্য অবদান রেখেছেন। "স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা তত্ত্বের" জন্য তিনি অধ্যাপক অ্যালভিন এলিয়ট রথের সাথে যৌথভাবে ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
লয়েড শ্যাপলি | |
---|---|
![]() ১৯৮০ সালে শ্যাপলি | |
জন্ম | লয়েড স্টোয়েল শ্যাপলি ২ জুন ১৯২৩ কেমব্রিজ, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১২ মার্চ ২০১৬ টাকসন, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র | (বয়স ৯২)
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (বিএ) প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (পিএইচডি) |
পরিচিতির কারণ | শ্যাপলি ভ্যালু শ্যাপলি-শুবিক পাওয়ার ইনডেক্স স্টোকাস্টিক গেমস বন্ডারেভা-শ্যাপলি থিওরেম [[শ্যাপলি-ফোকম্যান লেমা এবং থিওরেম]] গেল-শ্যাপলি অ্যালগরিদম পোটেনশিয়াল গেম কোর, কার্নেল ও নিউক্লিয়োলাস মার্কেট গেমস অথরিটি ডিস্ট্রিবিউশন মাল্টি-পারসন ইউটিলিটি নন-অ্যাটমিক গেমস |
দাম্পত্য সঙ্গী | ম্যারিয়ান লুইস শ্যাপলি (১৯৫৫ থেকে)[১] |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার (২০১২)![]() গোল্ডেন গুজ অ্যাওয়ার্ড (২০১৩) জন ভন নিউম্যান থিওরি প্রাইজ (১৯৮১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত, অর্থনীতি |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস RAND কর্পোরেশন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
অভিসন্দর্ভের শিরোনাম | অ্যাডিটিভ অ্যান্ড নন-অ্যাডিটিভ সেট ফাংশনস (১৯৫৩) |
ডক্টরাল উপদেষ্টা | অ্যালবার্ট ডব্লিউ. টাকার[২] |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jain, C (মার্চ ১৫, ২০১৬)। "Spouse - source from NYTimes"। The New York Times।
- ↑ টেমপ্লেট:Mathgenealogy