লক্ষ্মণ মন্দির, খাজুরাহো
লক্ষ্মণ মন্দির ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি ১০ম শতকের চান্দেলা রাজবংশের রাজা যশোবর্মণ নির্মাণ করেছিলেন।[২] এটি বৈকুণ্ঠ বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে[১] ১৯৮৬ সালে মন্দিরটি তার স্থাপত্য এবং ধর্মীয় গুরুত্বের কারণে খাজুরাহো স্মারকসমূহের অংশ হিসাবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তালিকাবদ্ধ হয়।[৩]
লক্ষ্মণ মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | ছাত্তারপুর, খাজুরাহো[১] |
ঈশ্বর | বৈকুণ্ঠ বিষ্ণু[১] |
অবস্থান | |
অবস্থান | খাজুরাহো[১] |
রাজ্য | মধ্যপ্রদেশ |
দেশ | ভারত |
স্থানাঙ্ক | ২৪°৫১′৭.৭″ উত্তর ৭৯°৫৫′১৮.১″ পূর্ব / ২৪.৮৫২১৩৯° উত্তর ৭৯.৯২১৬৯৪° পূর্ব |
স্থাপত্য | |
সৃষ্টিকারী | যশোবর্মণ,[১] (চান্ডেলা শাসক) |
সম্পূর্ণ হয় | আনু. ৯৩০ – আনু. ৯৫০ খ্রি[১] |
মন্দির | ১ (+৪টি ছোট মন্দির) |
অবস্থান
সম্পাদনাএই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার ছোট একটি গ্রাম খাজুরাহোর ওয়েস্টার্ন টেম্পল কমপ্লেক্সে অবস্থিত।[১]
স্থাপত্য
সম্পাদনাএটি একটি বৈচিত্র্যপূর্ণ সন্ধারা পঞ্চায়তনের মন্দির।[১][১] পুরো মন্দির কমপ্লেক্সটি একটি উঁচু প্ল্যাটফর্মের ( জগতি ) উপর দাঁড়িয়ে আছে। গঠনটি হিন্দু মন্দির স্থাপত্যের সমস্ত উপাদান নিয়ে গঠিত । এর রয়েছে প্রবেশদ্বার (অর্ধ-মণ্ডপ), মণ্ডপ, মহা-মণ্ডপ, অন্তরাল ও গর্ভগৃহ।[১]
এর গর্ভগৃহ খাজুরাহোর অন্যান্য মন্দিরের মত নয়, এর শিখর ছোট ছোট উরুশৃঙ্গ (মন্দিরের চূড়া) দিয়ে গুচ্ছবদ্ধ পঞ্চরথ (উপরের দৃশ্য) শৈলীর।
প্রাচীরের অংশটি অলঙ্কৃত বালস্ট্রেড সহ বারান্দাযুক্ত জানালা দিয়ে জড়ানো । এটিতে দুই সারি ভাস্কর্য রয়েছে (মন্দিরের বাইরের দেয়ালে) যার মধ্যে রয়েছে ঐশ্বরিক মূর্তি, দম্পতি এবং কামুক দৃশ্য। গর্ভগৃহের দরজাটির সাতটি শিখর আছে।[১] কেন্দ্রীয়টি বিষ্ণুর দশ অবতার দ্বারা সজ্জিত। সম্পদের দেবী লক্ষ্মীকে চিত্রিত করেছে[১] ব্রহ্মা ও বিষ্ণুর মাঝখানে । গর্ভগৃহে বিষ্ণুর চার-বাহু ভাস্কর্য রয়েছে। কুলুঙ্গির একটিতে ভাস্কর এবং তার শিষ্যদের কাজের চিত্র রয়েছে।[৪]
ভাস্কর্য
সম্পাদনাপ্রধান মূর্তি
সম্পাদনাপ্রধান মূর্তিটি বৈকুণ্ঠ বিষ্ণুর তিন-মাথা ও চার-হাত বিশিষ্ট ভাস্কর্য।[১] কেন্দ্রীয় মাথাটি মানুষের,[১] দুটি পাশ শুয়োরের[১] (বরাহাকে চিত্রিত করে) এবং একটি সিংহের[১] (নৃসিংহকে চিত্রিত করে )।
বাইরের দেয়ালের ভাস্কর্য
সম্পাদনা-
গণেশ ভাস্কর্য (বাইরের দেয়াল), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
ভাস্কর্য (বাইরের দেয়াল), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
ভাস্কর্য (বাইরের দেয়াল), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
ভাস্কর্য (বাইরের দেয়াল), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
ভাস্কর্য (বাইরের দেয়াল), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
মন্দিরের ভিতরে ভাস্কর্য
সম্পাদনা-
নৃসিংহের ভাস্কর্য (মন্দির গর্ভগৃহের ভিতরে), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
ক্ষতিগ্রস্ত বরাহ ভাস্কর্য (মন্দির গর্ভগৃহের ভিতরে), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
মহিষাসুর কে বধ করা দেবীর ভাস্কর্য (মন্দির গর্ভগৃহের ভিতরে), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
হায়গ্রীব ভাস্কর্য (মন্দির গর্ভগৃহের ভিতরে), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
-
বামন ভাস্কর্য (মন্দির গর্ভগৃহের ভিতরে), লক্ষ্মণ মন্দির, খাজুরাহো, ভারত
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত "Archaeological Survey of India (ASI) - Lakshmana Temple"। Archaeological Survey of India (ASI)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২।
- ↑ "Khajuraho Group of Monuments"।
- ↑ "Khajuraho Group of Monuments"। UNESCO World Heritage Centre। United Nations Educational Scientific and Cultural Organization। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩।
- ↑ Ramakrishna, Lalitha (সেপ্টেম্বর ২০১৮)। "Grand temples of Madhya Pradesh"। Tattvaloka। Sringeri: Sri Abhinava Vidyatheertha Mahaswamigal Educational Trust। XLI (6): 47–52। আইএসএসএন 0970-8901।