রোহিঙ্গাদের পতাকা

রোহিঙ্গাদের পতাকা হল রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও জাতিগত পতাকা।[] প্রথমবারের মত এটি ব্যবহার করেন রোহিঙ্গা বুদ্ধিজীবী ও লেখক এ. এফ. কে. জিলানি যিনি বিংশ শতাব্দীর মধ্যভাগে রোহিঙ্গাদের পতাকা নিয়ে কাজ করেছেন।[] ২০১৮ সালের ২০ মে রোহিঙ্গাদের পতাকার নতুন সংস্কর্ণ প্রকাশ করে রোহিঙ্গা ভাষা একাডেমি; বর্তমানে পতাকাটি সারা বিশ্বের রোহিঙ্গা জাতিগোষ্ঠীর মানুষ ব্যবহার করে থাকে।[]

রোহিঙ্গাদের পতাকা
ব্যবহার সাংস্কৃতিক ও জাতিগত পতাকা সাধারণ পার্শ্ব
অনুপাত ২:৩
গৃহীত বিংশ শতাব্দীর মধ্যভাগ
অঙ্কন সবুজ জমিনের কেন্দ্রে প্রাচীন রোহিঙ্গা মুদ্রা
রোহিঙ্গাদের পতাকার পতাকার রূপভেদ
ব্যবহার আসল প্রশস্ত সংস্করণ পতাকার বিকল্প সংস্করণ
অনুপাত ১:২

পতাকাটির নকশা করা হয়েছে সবুজ জমিনের কেন্দ্রে প্রাচীন রোহিঙ্গা মুদ্রা দিয়ে (যা স্বাধীন আরাকান আমলে ব্যবহার করা হত)। আরবি লিপিতে লেখা শাহাদা র পাশে ইসলামের চার খলিফার নাম লেখা : আবু বকর (উপরে), ওমর (নিচে), ওসমান (বামে) এবং আলী (ডানে)।[][]

নির্দিষ্ট মাপ

সম্পাদনা

 

পতাকার রঙ

সম্পাদনা
Scheme Green Gold White
আরজিবি রং মডেল 11, 102, 35 212, 175, 55 255, 255, 255
ষোড়শিক সংখ্যা পদ্ধতি #0B6623 #D4AF37 #FFFFFF
সিএমওয়াইকে রং মডেল 0.89, 0.00, 0.66, 0.60 0.00, 0.17, 0.74, 0.17 0, 0, 0, 0

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Myanmar - Burmese peoples"www.crwflags.com। CRW Flags Inc.। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯ 
  2. "Arakanese Rohingya Flag"Medium (ইংরেজি ভাষায়)। Rohingya Language Academy। ২০ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯ 
  3. "Rohingya | Flag | Myanmar"ozoutback.com.au। OzOutback। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯