রেমকো পাসভীর

ওলন্দাজ ফুটবলার

রেমকো জুরিয়ান পাসভীর (জন্ম ৮ নভেম্বর ১৯৮৩) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবলার যিনি এরেডিভিসি ক্লাব অ্যাজাক্স এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

রেমকো পাসভীর
২০১৪ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রেমকো জুরিয়ান পাসভীর [১]
জন্ম (1983-11-08) ৮ নভেম্বর ১৯৮৩ (বয়স ৪০)
জন্ম স্থান এনশেডে, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৭ মি
মাঠে অবস্থান গোল রক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আয়াক্স
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
এসসি এনশেডে
0000–২০০৩ টুয়েন্টে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৩–২০০৬ টুয়েন্টে ১৪ (০)
২০০৬-২০১৪ হেরাক্লেস আলমেলো ১৩৪ (০)
২০০৮–২০১০গো এহেড ইগলস (ধারে) ৭৪ (০)
২০১৪–২৫০১৭ পিএসভি (০)
২০১৭–২০২১ ভিতেসে ৯২ (০)
২০২১– আয়াক্স ৩৪ (০)
জাতীয় দল
২০২২– নেদারল্যান্ডস (০)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 নেদারল্যান্ডস-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০০৬
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:২৯, ১২ নভে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:২০, ২৫ সেপ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার সম্পাদনা

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

পাসভীর নেদারল্যান্ডস দলের অংশ ছিলেন যেটি পর্তুগালে ২০০৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জিতেছিল[২] ২২ সেপ্টেম্বর ২০২২-এ, পাসভীর ২০২২-২৩ উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে স্টার্টার হিসেবে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক করেন। ৩৮ বছর বয়সে, ২০১০ সালে (৩৯ বছর বয়সী) স্যান্ডার বোশকারের পরে তিনি ওলন্দাজ জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় ছিলেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Squad List: FIFA World Cup Qatar 2022: Netherlands (NED)" (পিডিএফ)। FIFA। ১৯ নভেম্বর ২০২২। পৃষ্ঠা 20। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২২ 
  2. Dijk, Bob van (৪ জুন ২০১৯)। "Dit zijn de spelers die in 2006 met Jong Oranje de EK-finale wonnen"Elfvoetbal.nl (ওলন্দাজ ভাষায়)। 
  3. "Remko Pasveer is op 1-na-oudste debutant in Oranje ooit"Sportnieuws (ওলন্দাজ ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা