ফুটবল ক্লাব টুয়েন্টে
ফুটবল ক্লাব টুয়েন্টে (সাধারণত এফসি টুয়েন্টে ওলন্দাজ উচ্চারণ: [ɛfˈseː ˈtʋɛntə]) অথবা শুধুমাত্র টুয়েন্টে (ওলন্দাজ উচ্চারণ: [ˈtʋɛntə]) নামে পরিচিত) হচ্ছে এনস্খেডে ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯৬৫ সালের ১লা জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। টুয়েন্টে তাদের সকল হোম ম্যাচ এনস্খেডের ডে খ্রোলস ভেস্তেতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,২০৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক স্পেনীয় ফুটবলার গঞ্জালো গার্সিয়া এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রেনে টাকেন্স। ওলন্দাজ মধ্যমাঠের খেলোয়াড় ওয়াউট ব্রামা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | |||
পূর্ণ নাম | ফুটবল ক্লাব টুয়েন্টে | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য টাকার্স পূর্বের গর্ব দ্য রেড | ||
প্রতিষ্ঠিত | ১ জুলাই ১৯৬৫ | ||
মাঠ | ডে খ্রোলস ভেস্তে এনস্খেডে | ||
ধারণক্ষমতা | ৩০,২০৫ | ||
সভাপতি | রেনে টাকেন্স | ||
প্রধান কোচ | গঞ্জালো গার্সিয়া | ||
লীগ | এরেডিভিজি | ||
২০১৯–২০ | ১৪তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ঘরোয়া ফুটবলে, টুয়েন্টে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি এরেডিভিজি শিরোপা, ১টি ইরস্টে ডিভিজি শিরোপা, ৩টি কেএনভিবি কাপ শিরোপা এবং ২টি ইয়োহান ক্রুইফ শিল্ড শিরোপা রয়েছে। ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, টুয়েন্টের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ২০০৬ উয়েফা ইন্টারটোটো কাপ জয় এবং ১৯৭৪–৭৫ উয়েফা কাপের ফাইনালে পৌঁছানো; যেখানে তারা বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে ১–৫ গোলে হেরেছিল।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
- এরেডিভিজি
- ইরস্টে ডিভিজি
- চ্যাম্পিয়ন: ২০১৮–১৯
- কেএনভিবি কাপ
- ইয়োহান ক্রুইফ শিল্ড
আন্তর্জাতিকসম্পাদনা
- উয়েফা ইন্টারটোটো কাপ
- উয়েফা কাপ
- রানার-আপ: ১৯৭৪–৭৫
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ফুটবল ক্লাব টুয়েন্টে সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ওলন্দাজ) (ইংরেজি) (জার্মান)
- ফুটবল ক্লাব টুয়েন্টে টিভি
- উয়েফায় ফুটবল ক্লাব টুয়েন্টে