হেরাক্লেস আলমেলো
নেদারল্যান্ডসের ফুটবল ক্লাব
হেরাক্লেস আলমেলো (সাধারণত শুধুমাত্র আলমেলো (ওলন্দাজ উচ্চারণ: [ˈɑlməloː]) নামে পরিচিত) হচ্ছে আলমেলো ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হেরাক্লেস আলমেলো তাদের সকল হোম ম্যাচ আলমেলোর এরভে আসিটোতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,০৮০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্ক ভরমুট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হান্স ব্রেডেউড। ওলন্দাজ রক্ষণভাগের খেলোয়াড় রবিন প্রপার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | হেরাক্লেস আলমেলো | |||
---|---|---|---|---|
ডাকনাম | হেরাক্লিডেন | |||
প্রতিষ্ঠিত | ১৯০৩ | |||
মাঠ | এরভে আসিটো, আলমেলো | |||
ধারণক্ষমতা | ১২,০৮০ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | এরেডিভিজি | |||
২০১৯–২০ | ৮ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, হেরাক্লেস আলমেলো এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি এরেডিভিজি শিরোপা এবং ২টি ইরস্টে ডিভিজি শিরোপা রয়েছে।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
- এরেডিভিজি: ২
- ১৯২৬–২৭, ১৯৪০–৪১
- ইরস্টে ডিভিজি: ২[২]
- কেএনভিবি কাপ: রানার-আপ
- ২০১১–১২
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Fardau Wagenaar (১ জুলাই ২০১৭)। "Hans Bredewoud is vanaf vandaag de nieuwe voorzitter van Heracles"। AD। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮।
- ↑ Eerste Divisie Champions, RSSSF.com, Retrieved 7 June 2013
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে হেরাক্লেস আলমেলো সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ওলন্দাজ)
- football-lineups-এ হেরাক্লেস আলমেলো (ইংরেজি)