রায়ান ক্রিস্টি

স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়

রায়ান ক্রিস্টি (ইংরেজি: Ryan Christie; জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৯৫) হলেন একজন স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাথ এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

রায়ান ক্রিস্টি
২০২১ সালে সেল্টিকের হয়ে ক্রিস্টি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান ইনভার্নেস, স্কটল্যান্ড
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বোর্নমাথ
জার্সি নম্বর ১০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৪৫, ১৩ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪ সালে, ক্রিস্টি স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৭ ম্যাচে ৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রায়ান ক্রিস্টি ১৯৯৫ সালের ২২শে ফেব্রুয়ারি তারিখে স্কটল্যান্ডের ইনভার্নেসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

ক্রিস্টি স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে তিনি লুক্সেমবুর্গ অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৯ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০১৭ সালের ৯ই নভেম্বর তারিখে, ২২ বছর, ৮ মাস ও ১৮ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ক্রিস্টি নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৩] ম্যাচে তিনি ১১ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি নেদারল্যান্ডস ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ক্রিস্টি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর ও ৭ দিন পর, স্কটল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬] ২০১৯ সালের ১৬ই নভেম্বর তারিখে, সাইপ্রাসের বিরুদ্ধে ম্যাচের ১২তম মিনিটে জন ম্যাকগিনের অ্যাসিস্ট হতে স্কটল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৭][৮]

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৩ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
স্কটল্যান্ড ২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১ ১০
২০২২
২০২৩ ১০
২০২৪
সর্বমোট ৪৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Luxembourg U21 - Scotland U21, Sep 8, 2014 - UEFA European Under-21 Championship Qualifying - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  2. "Scotland vs. Netherlands - 9 November 2017 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  3. "Scotland - Netherlands 0:1 (Friendlies 2017, November)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  4. "Scotland - Netherlands, Nov 9, 2017 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  5. Strack-Zimmermann, Benjamin। "Scotland vs. Netherlands"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  6. "Cyprus vs. Scotland - 16 November 2019 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  7. "Cyprus - Scotland, Nov 16, 2019 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  8. "Cyprus - Scotland 1:2 (EURO Qualifiers 2019/2020, Group I)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা