রাখাল বন্ধু

বাংলা ভাষার চলচ্চিত্র

রাখাল বন্ধু ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত এবং ইবনে মিজান[১] পরিচালিত একটি সাদা কালো যুগের বাংলা চলচ্চিত্র। এটি বাংলাদেশ জন্ম নেবার আগের বিখ্যাত চলচ্চিত্রগুলোর একটি। বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' এর উপর ভিত্তি করে এটি নির্মিত হয়েছে, যাতে পরিচালক ইবনে মিজান নিজেই কিছু গ্রাম্য লোককাহিনীর সংমিশ্রন ঘটিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন। এতে অভিনয় করেছেন সুজাতা, সুচন্দা, আনোয়ার হোসাইন, আনিস এবং আজিমসহ আরো অনেকেই।

রাখাল বন্ধু
পরিচালকইবনে মিজান
প্রযোজকইবনে মিজান
চিত্রনাট্যকারইবনে মিজান
উৎসম্যাকবেথ (নাটক) উইলিয়াম শেক্সপিয়র
শ্রেষ্ঠাংশে
সুরকারমনসুর আহমেদ
চিত্রগ্রাহকএম হাসান
সম্পাদকশহিদুল ইসলাম
প্রযোজনা
কোম্পানি
বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পারেশন, ঢাকা, বাংলাদেশ
পরিবেশকআইডিয়াল পিকচার'স
মুক্তি১০ই মার্চ, ১৯৬৮ ইং
স্থিতিকাল১৪৬ মিনিট
দেশপূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
ভাষাবাংলা

কাহিনীসংক্ষেপ সম্পাদনা

চরিত্র এবং কুশীলবগণ সম্পাদনা

নিচে সমস্ত কলাকুশলীদের তালিকা প্রদান করা হলো।[২]

মূল ভূমিকায় সম্পাদনা

পার্শ্বচরিত্র সম্পাদনা

  • সুচন্দা - ফুলভানুর ভূমিকায়
  • শামস ইরানী
  • জামাল ইউসুফ
  • মালেক মনসুর
  • সাজ্জাদ লতিফ
  • আভা
  • আনিস
  • হুমায়ুন
  • মালেকা
  • রহিমা
  • মাসকা
  • মাঃ অপু
  • বেবি রিতা
  • বেবি রিনা
  • পান্না
  • অসিত
  • কাশেম উমরী

অতিথি শিল্পী সম্পাদনা

সঙ্গীত পরিচালনায় সম্পাদনা

গীতিকার সম্পাদনা

  • নূরুল ইসলাম (লাল)

কন্ঠ সঙ্গীত সম্পাদনা

যন্ত্র সঙ্গীত সম্পাদনা

  • আলাউদ্দিন লিটল অর্কেষ্ট্রা

শব্দ গ্রহণ সম্পাদনা

  • মালিক মনসুর

পুনঃনির্মাণ সম্পাদনা

বাংলাদেশ সম্পাদনা

বাংলাদেশে ১৯৮৬ সালে উক্ত সাদা কালো চলচ্চিত্রের রঙিন সংস্করণ নির্মিত হয়, যার নাম দেওয়া হয় "রঙিন রাখাল বন্ধু"! যেটা পরিচালনা করেছেন "রাখাল বন্ধু"র -ই পরিচালক ইবনে মিজান এবং প্রযোজনা করেছেন এ কে এম জাহাঙ্গীর খান। এতে অভিনয় করেছেন বাংলাদেশের সাত্তার, জিনাত, মনিকাসহ আরো অনেকে। এতে বাংলাদেশের পল্লীকবি জসীমউদদীন সঙ্গীত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।[৩]

ভারত সম্পাদনা

ভারতে ১৯৯৫ সালে চলচ্চিত্রটির "রাখাল রাজা" শিরোনামের নতুন সংস্করণ নির্মান করা হয়। যেটা পরিচালনা করেছেন সানাত দত্ত। যাতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, টেলি সামাদ সহ অনেকেই।

যাতে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, কৌশিক চ্যাটার্জি, টেলি সামাদ সহ অনেকেই অভিনয় করেছেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা