রহমতখালি নদী

বাংলাদেশের নদী

রহমতখালি নদী বা রহমতখালি খাল বাংলাদেশের একটি ছোট নদী। নদীটির শুরু ফেনী থেকে আর শেষ মেঘনা নদীর মুখে। [২] নদীটির অবস্থান তিনটি জেলা ঘিরে ফেনী, নোয়াখালী ও সর্বশেষ লক্ষ্মীপুর[৩]

রহমতখালি নদী
রহমতখালি খাল
রহমত খালি খাল মজু চৌধুরীর হাট থেকে তোলা ছবি মেঘনা নদীর শাখা।
রহমত খালি খাল মজু চৌধুরীর হাট থেকে তোলা ছবি মেঘনা নদীর শাখা।
রহমত খালি খাল মজু চৌধুরীর হাট থেকে তোলা ছবি মেঘনা নদীর শাখা।
দেশ  বাংলাদেশ
অঞ্চল চট্টগ্রাম বিভাগ
জেলা লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা, ফেনী জেলা
নগর লক্ষ্মীপুর, মজু চৌধুরীর হাট
Landmark লক্ষ্মীপুর সদর উপজেলা
উৎস মেঘনা নদী[১]
 - উচ্চতা ৭৫ মিটার (২৪৬ ফিট)
 - দৈর্ঘ্য ৭,৩৫০ মিটার (২৪,১১৪ ফিট)
মোহনা বঙ্গোপসাগর
দৈর্ঘ্য ১৩৭ কিলোমিটার (৮৫ মাইল)

বর্ণনা সম্পাদনা

এই নদীর তীরে অবস্থিত লক্ষ্মীপুর জেলাসহ এর বিভিন্ন ইউনিয়ন এবং মজু চৌধুরীর হাট। নদীটি লম্বায় প্রায় ৮৫ মাইল আর পাশ থেকে ১৪১ গজ দৈর্ঘ্য; আর গভীরতা ৩৫ হাত। নদীটির পূর্ব দিকে বেশ কয়েকটি ভাসমান মাছ চাষের মৎস্য খামার রয়েছে যাতে প্রায় বারো মাসই মাছ চাষ করা হয়।[৪]

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (মার্চ ২০১৪)। "এক নজরে রহমত খালি খাল"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 
  2. "Water sampling point"। ২০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৬ 
  3. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
  4. https://fisheries.org/ ফিশারীর তথ্য বাতায়ন

বহিঃসংযোগ সম্পাদনা