যোহরের নামাজ

দুপুরের ইবাদত

যোহ্‌রের নামায (আরবি: صلاة الظهر‎‎; সালাতুয যোহ্‌র) মুসলিমদের অবশ্য পালনীয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম। নামায ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। দৈনিক নামাযগুলোর মধ্যে এটি দ্বিতীয়। এটি দুপুরের সময় আদায় করা হয়।

রাকাআত সংখ্যা সম্পাদনা

যোহ্‌রের নামায চার রাকাআত সুন্নাত, চার রাকাআত ফর্‌য্ ও এরপর দুই রাকাআত সুন্নাত নিয়ে গঠিত। [১] কেউ কেউ পরে দুই রাকআত নফ্‌ল্ নামাযও আদায় করে। ফর্‌য্ অংশ ইমামের নেতৃত্বে জামাআতের সাথে আদায় করা হয়। তবে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকলে চার রাকাআত ফর্‌য্কে সংক্ষিপ্ত করে দুই রাকাআত করতে পারে ও সুন্নাত আদায় নাও করতে পারে। সাধারণতও যদি সুন্নাত না আদায় করা হয়, কোনও গুনাহ নাই, তবে অনেকগুলা সাওয়াব হারানো হচ্ছে। শুক্রবার যোহ্‌রের পরিবর্তে জুম্আহ্‌র নামায আদায় করা হয়। জুম্আহ্ ও যোহ্‌রের সময় শুরু ও শেষ হওয়ার নিয়ম একই।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সংখ্যা"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২