ম্যান বুকার পুরস্কার
সাহিত্যের পুরষ্কার
ম্যান বুকার পুরস্কার (অথবা সংক্ষেপে বুকার পুরস্কার) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর (বিচারকদের মতে) বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ-দৈর্ঘ্যের উপন্যাসকে এই পুরস্কারটি প্রদান করা হয়। কিছু শর্তাবলী রয়েছে, যেমন লেখককে অবশ্যই কমনওয়েলথ, জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে, এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।[১]
ম্যান বুকার পুরস্কার | |
---|---|
বিবরণ | ইংরেজি ভাষায় কমনওয়েলথ অফ নেশনস, আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের নাগরিক কর্তৃক রচিত শ্রেষ্ঠ পূর্ণ-দৈর্ঘ্য উপন্যাসের জন্য |
অবস্থান | সমারসেট হাউস, স্ট্র্যান্ড, সেন্ট্রাল লন্ডন, ইংল্যান্ড |
দেশ | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | বুকার গ্রুপ(১৯৬৯-২০০১) ম্যান গ্রুপ(২০০২-২০১৯) ক্র্যাঙ্কস্টার্ট(২০২০-বর্তমান) |
পুরস্কার | £50,000 (আনুমানিক ৫৫.৫ লক্ষ ভারতীয় রুপি) |
প্রথম পুরস্কৃত | ১৯৬৯ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ |
ওয়েবসাইট | themanbookerprize.com |
পূর্বতন বুকার পুরস্কারের ধারাবাহিকতায় ২০০৫ খ্রিষ্টাব্দে বিশ্বের যে কোন দেশের লেখকদের জন্যে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সম্পাদনা১৯৬৯-১৯৯৯
সম্পাদনাবছর | লেখক | উপন্যাসের নাম | ধরন | দেশ |
---|---|---|---|---|
১৯৬৯ | পি. এইচ. নিউবি | সামথিং টু আনসার ফর | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৭০ | বার্নিস রুবেনস | দ্য ইলেক্টেড মেম্বার | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৭১ | ভি এস নাইপল | ইন অ্যা ফ্রি স্টেট | ছোটগল্প | ত্রিনিদাদ ও টোবাগো |
১৯৭২ | জন বার্গার | জি | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৭৩ | জেমস গর্ডন ফারেল | দ্য সেইজ অফ কৃষ্ণপুর | উপন্যাস | যুক্তরাজ্য আয়ারল্যান্ড |
১৯৭৪ | নাডিন গর্ডিমার | দ্য কনজারভেশনিস্ট | উপন্যাস | দক্ষিণ আফ্রিকা |
স্ট্যানলি মিডলটন | হলিডে | উপন্যাস | যুক্তরাজ্য | |
১৯৭৫ | রুথ প্রয়ার ইয়াবভালা | হিট অ্যান্ড ডাস্ট | ঐতিহাসিক উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৭৬ | ডেভিড স্টোরি | স্যাভাইল | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৭৭ | পল স্কট | স্টেয়িং অন | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৭৮ | আইরিশ মুরডক | দ্য সী, দ্য সী | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৭৯ | পেনেলোপে ফিটজেরাল্ড | অফশোর | দর্শনতাত্ত্বিক উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৮০ | উইলিয়াম গোল্ডিং | রায়টস অফ পেসেজ | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৮১ | সালমান রুশদি | মিডনাইট চিলড্রেন | উপন্যাস | ভারত |
১৯৮২ | থমাস কেনিলি | শিন্ডলার্স আর্ক | জীবনী উপন্যাস | অস্ট্রেলিয়া |
১৯৮৩ | জন ম্যাক্সওয়েল কুতসি | লাইফ অ্যান্ড টাইম অফ মাইকেল কে | উপন্যাস | দক্ষিণ আফ্রিকা |
১৯৮৪ | আনিতা ব্রুকনার | হোটেল ডু লাক | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৮৫ | কেরি হুম | দ্য বোন পিপল | রহস্য উপন্যাস | নিউজিল্যান্ড |
১৯৮৬ | কিংস্লে অ্যামিস | দ্য ওল্ড ডেভিলস্ | কমিক উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৮৭ | পেনেলোপে লাইভলি | মুন টাইগার | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৮৮ | পিটার কেরি | অস্কার অ্যান্ড লুসিন্ডা | ঐতিহাসিক উপন্যাস | অস্ট্রেলিয়া |
১৯৮৯ | কাজুও ইশিগুরো | দ্য রিমেইনস অফ দ্য ডে | ঐতিহাসিক উপন্যাস | যুক্তরাজ্য/জাপান |
১৯৯০ | এ. এস. বায়াত | পজেসন: অ্যা রোমান্স | ঐতিহাসিক উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৯১ | বেন ওকরি | দ্য ফ্যামিস্ড রোড | উপন্যাস | নাইজেরিয়া |
১৯৯২ | মাইকেল ওন্ডাৎজি | দ্য ইংলিশ পেশেন্ট | কানাডা | |
ব্যারি উন্সওর্থ | স্যাক্রেড হাঙ্গার | ঐতিহাসিক উপন্যাস | যুক্তরাজ্য | |
১৯৯৩ | রডি ডয়েল | প্যাডি ক্লার্ক হা হা হা | উপন্যাস | আয়ারল্যান্ড |
১৯৯৪ | জেমস কেলম্যান | হাউ লেট ইট ওয়াজ, হাউ লেট | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৯৫ | প্যাট বার্কার | দ্য গোস্ট রোড | যুদ্ধভিত্তিক উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৯৬ | গ্রাহাম সুইফট | লাস্ট অর্ডারস্ | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৯৭ | অরুন্ধতী রায় | দ্য গড অফ স্মল থিংস | উপন্যাস | ভারত |
১৯৯৮ | ইয়ান ম্যাক্ইউয়ান | অ্যামস্টারডাম | উপন্যাস | যুক্তরাজ্য |
১৯৯৯ | জন ম্যাক্সওয়েল কুতসি | ডিসগ্রেস | উপন্যাস | দক্ষিণ আফ্রিকা |
২০০০-২০২৫
সম্পাদনাউপমহাদেশীয় পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সম্পাদনাবছর | লেখক | রচনার নাম | ধরন | দেশ |
---|---|---|---|---|
১৯৭১ | বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল | মুক্ত রাষ্ট্রে | উপন্যাস | ত্রিনিদাদ (ভারতীয় বংশদ্ভূত) |
১৯৭৫ | রুথ প্রাওয়ার জাবভালা | তাপ এবং ধুলো | ঐতিহাসিক উপন্যাস | জার্মান (স্বামী ভারতীয়) |
১৯৮১ | সালমান রুশদি | মিডনাইট'স চিলড্রেন | জাদুবাস্তবতাবাদ | ভারতীয় |
১৯৯২ | মাইকেল ওন্ডাতজে | ইংরেজ রোগী | হিস্টোরিওগ্রাফিক মেটাফিকশন | শ্রীলংকান |
১৯৯৭ | অরুন্ধতী রায় | দ্য গড অব স্মল থিংস | উপন্যাস | ভারতীয় |
২০০৬ | কিরণ দেসাই | ক্ষতির উত্তরাধিকার | উপন্যাস | ভারতীয় |
২০০৮ | অরবিন্দ আদিগা | সাদা বাঘ | উপন্যাস | ভারতীয় |
২০২২ | শেহান করুণাতিলাকা | মালি আলমেদার সাত চাঁদ | উপন্যাস | শ্রীলংকান |
বছর | লেখক | উপন্যাসের নাম | ধরন | দেশ |
---|---|---|---|---|
২০২২ | গীতাঞ্জলি শ্রী | রেত সমাধি | উপন্যাস | ভারতীয় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Booker Prize: rules"। bookerprize.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "Douglas Stuart | The Booker Prizes"। thebookerprizes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৬।
- ↑ "Damon Galgut | The Booker Prizes"। thebookerprizes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৬।
- ↑ "The Seven Moons of Maali Almeida | The Booker Prizes"। thebookerprizes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ম্যান বুকার পুরস্কার সংক্রান্ত মিডিয়া রয়েছে।