জন ম্যাক্সওয়েল কুতসি

দক্ষিণ আফ্রিকান লেখক

জন ম্যাক্সওয়েল কূত্‌সী (ইংরেজি: J. M. Coetzee; জন্ম: ফেব্রুয়ারি ৯, ১৯৪০), একজন খ্যাতনামা দক্ষিণ আফ্রিকান ঔপন্যাসিক। তিনি সাহিত্য মহলে জে. এম. কূত্‌সী নামেই সুপরিচিত। ২০০৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন। এছাড়াও, তিনি দুইবার বুকার সাহিত্য পুরষ্কারও জিতেছেন।

জে. এম. কুতসি
২০০৬ সালে ওয়ারশতে জে. এম. কুতসি
২০০৬ সালে ওয়ারশতে জে. এম. কুতসি
জন্মজন ম্যাক্সওয়েল কুতসি
(1940-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৪০ (বয়স ৮৪)
কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
পেশাঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, ভাষাবিদ, অনুবাদক
ভাষাইংরেজি, আফ্রিকান্‌স, ডাচ
জাতীয়তাদক্ষিণ আফ্রিকান, অস্ট্রেলিয়ান
শিক্ষা প্রতিষ্ঠানটেক্সাস বিশ্ববিদ্যালয়, অস্টিন, কেপ টাউন বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরস্কার

কূত্‌সী দীর্ঘদিন কেপ টাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন এবং সেখানকার নাগরিকত্ব নিয়েছেন।

উল্লেখযোগ্য উপন্যাস

সম্পাদনা
  • ইন্‌ দ্য হার্ট অফ্‌ দ্য কান্ট্রি (১৯৭৭)
  • ওয়েটিং ফর্‌ দ্য বারবেরিয়ান্‌স্‌ (১৯৮০)
  • লাইফ্‌ এন্ড টাইম্‌স্‌ অফ্‌ মাইকেল কে. (১৯৮৩)
  • ডিস্‌গ্রেস্‌ (১৯৯৯)
  • এলিজাবেথ্‌ কস্টেলো (২০০৩)

বহিঃসংযোগ

সম্পাদনা
পুরস্কার
পূর্বসূরী
থমাস কেনিলি
ম্যান বুকার পুরস্কার‎ বিজয়ী
১৯৮৩
উত্তরসূরী
অনিতা ব্রুকনার