অ্যানা বার্নস

ব্রিটিশ লেখিকা

অ্যানা বার্নস (জন্ম: ১৯৬২) নর্দান আয়ারল্যান্ডের একজন ম্যান বুকার বিজেতা লেখিকা।

অ্যানা বার্নস
জন্ম১৯৬২
উত্তর আয়ারল্যান্ড
পেশাঔপন্যাসিক
জাতীয়তাআইরিশ
উল্লেখযোগ্য পুরস্কারম্যান বুকার পুরস্কার
(২০১৮)
ডাবলিন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার
(২০২০)

পরিচিতি সম্পাদনা

অ্যানা বার্নস আয়ারল্যান্ডের বেলফাস্টে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট জিমা'স হাই স্কুলে যেতেন। ১৯৮৭ সালে তিনি লন্ডনে চলে আসেন। ২০১৪ সাল থেকে তিনি পূর্ব সাসেক্সে বসবাস করছেন।[১] [২]

কাজ সম্পাদনা

তাঁর রচিত প্রথম উপন্যাসের নাম নো বোনস, যা নর্দান আয়ারল্যান্ডের সংঘাতের মধ্যে বেড়ে ওঠা এক মেয়ের গল্প। নো বোনস-কে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করা হয় এবং বেলফাস্টের লোকের ব্যবহৃত ভাষার জন্য একে জেমস জয়িসের ডাবলিনারস-এর সাথে তুলনা করা হয়।[৩] নো বোনস রয়্যাল সোসাইটি অব লিটারেচার কর্তৃক যুক্তরাজ্যআয়ারল্যান্ডের বর্ষসেরা উপন্যাস হিসেবে ২০০১ উইনিফ্রেড হল্টবাই মেমোরিয়াল প্রাইজ অর্জন করে।

২০১৮ সালে বার্নস তাঁর উপন্যাস মিল্কম্যান-এর জন্য নর্দান আয়ারল্যান্ডের প্রথম লেখিকা হিসেবে ম্যান বুকার পুরস্কার অর্জন করেন।[৪] গ্রেউল্ফ প্রেস ঘোষণা দিয়েছে যে, তারা ২০১৮ সালের ১১ ডিসেম্বর মিল্কম্যান যুক্তরাষ্ট্রে প্রকাশ করবে।[৪] মিল্কম্যান একটি পরীক্ষামূলক উপন্যাস যেখানে বক্তা হলেন নামহীন একজন ১৮ বছর বয়সী তরুণী, যে “মিডল সিস্টার” নামে পরিচিত।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Amazon Author's Page"Amazon। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. Information from the book cover of No Bones
  3. Ruprecht Fadem, Maureen E. (২০১৫)। The Literature of Northern Ireland: Spectral Borderlands। Palgrave Macmillan US। পৃষ্ঠা 137-179। আইএসবিএন 978-1-349-50161-8। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. "Anna Burns wins 50th Man Booker Prize with Milkman! | The Man Booker Prizes"themanbookerprize.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৭ 
  5. "Anna Burns wins Man Booker prize for 'incredibly original' Milkman"theguardian.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৭