মো. বজলুর রহমান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি

মো. বজলুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

রহমান ১৯৬৪ সালের ৫ জুন নলছিটি উপজেলা, ঝালকাঠি জেলা, পূর্ব পাকিস্তান, পাকিস্তানে জন্মগ্রহণ করেন।[১] ১৯৭৯ সালে, তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে তার এসএসসি[১] এবং তিনি ১৯৮৪ এবং ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন[১] তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

১৯৮৭ সালে রহমান ঢাকা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।[১]

রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের বিচার বিভাগীয় শাখায় ১৯৮৯ সালে সহকারী জজ হিসেবে যোগদান করেন।[১]

২০১৪ সালেনরহমান জেলা ও দায়রা জজ পদে উন্নীত হন।[১] তিনি পুলিশ ট্রাফিক ট্রেনিং স্কুল, ঢাকা, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এবং জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের সাথে অধিভুক্ত।[১]

রহমানকে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ৩১ জুলাই ২০২২ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত করেন।[১] [২] তিনি এবং নবনিযুক্ত দশজন বিচারপতি নিয়োগের পর সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। ২০২৩-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  2. Sarkar, Ashutosh (২০২২-০৮-০১)। "HC gets 11 new judges"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  3. "11 new HC judges pay homage to Bangabandhu"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪