মোহাম্মদ বজলুর রহমান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি

মোহাম্মদ বজলুর রহমান (মৃত্যু ২০০৭) ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি।[১]

মোহাম্মদ বজলুর রহমান
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি
ব্যক্তিগত বিবরণ
জন্ম২০০৭
মৃত্যু১ জানুয়ারি ২০১৭
জাতীয়তাবাংলাদেশী
বাসস্থানবাংলাদেশ
জীবিকাবিচারক

কর্মজীবন সম্পাদনা

রহমানকে আওয়ামী লীগ সরকারে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতির সাথে ১২ জন বিচারক নিযুক্ত করা হয়।[২] ২০০১ সালে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং প্রধান বিচারপতির সুপারিশ সত্ত্বেও ১৩ জন বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দিতে অস্বীকার করে।[২] তাদের মধ্যে দশজন বিচারক সরকারের বিরুদ্ধে মামলা করেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে তাদের পক্ষে রায় নিশ্চিত করে সরকারকে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে বলে।[২] রহমান মামলার অংশ ছিলেন না এবং স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ পাননি।[২] ৮ মে ২০০৯ সালে, নবনির্বাচিত আওয়ামী লীগ সরকার রহমানকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ করে।[২] [৩]

২০১৫ সালের জুলাই মাসে, রহমান এবং বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস বাংলাদেশ পুলিশকে ভাড়া সংক্রান্ত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।[৪]

২০১৬ সালের ফেব্রুয়ারিতে, রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিযুক্ত হন।[৫] বিচারপতি মির্জা হোসেন হায়দার এবং বিচারপতি মোঃ নিজামুল হক একই সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিযুক্ত হন।[৫]

মৃত্যু সম্পাদনা

রহমান ১জানুয়ারি ২০১৭ তারিখে মারা যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sarkar, Ashutosh (২০১৭-০৬-১১)। "Deaths, retirement make it worse"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  2. "Chhana made regular judge of HC"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  3. "Justice Bazlur takes oath as HC judge"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৫-১১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  4. "Act on house rent complaints, HC tells cops"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  5. "3 HC judges appointed to Appellate Division"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪