জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট

জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা। এটি বাংলাদেশের বিচারপতি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে।[১][২]

জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট
গঠিত১৯৯৬; ২৮ বছর আগে (1996)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটjati.judiciary.org.bd
জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের ভবন

ইতিহাস

সম্পাদনা

জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট ১৯৯৬ সালে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] এটি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট আইন ১৯৯৫ এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার লক্ষ্য হলো বিচারক, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "History"jati.judiciary.org.bd। Judicial Portal। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০ 
  2. "Govt has nothing to do with Khaleda's bail: Law minister"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০ 
  3. কাজী এবাদুল হক (২০১২)। "জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743