মোহাম্মদ হাসান আলী খান
রিয়ার অ্যাডমিরাল (অবঃ) মোহাম্মদ হাসান আলী খান এনডিসি, পিএসসি, বি এন (১৯৫০ - ১৯ ফেব্রুয়ারি ২০১৩) ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন।[১][২]
মোহাম্মদ হাসান আলী খান | |
---|---|
জন্ম | গাইবান্ধা |
মৃত্যু | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ |
আনুগত্য | পাকিস্তান (১৯৭১ সাল পর্যন্ত) বাংলাদেশ ( ১৯৭১ সালের পর ) |
সেবা/ | বাংলাদেশ নৌবাহিনী |
কার্যকাল | ১৯৭২-২০০৭ |
পদমর্যাদা | রিয়ার অ্যাডমিরাল |
নেতৃত্বসমূহ | নৌ সচিব এ/চিফ অফ স্টাফ (লজিস্টিকস) অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ঢাকা (অ্যাডমিন ঢাকা) নৌবাহিনী প্রধান |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনারিয়ার অ্যাডমিরাল (অবঃ) মোহাম্মদ হাসান আলী খান ১৯৫০ সালে গাইবান্ধার জেলার হাট লক্ষ্মীপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন। ৯ মে ১৯৬৯ সালে তিনি পাকিস্তান নৌবাহিনীতে একজন ক্যাডেট কর্মকর্তা হিসাবে যোগ দেন। ১৯৭২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং জাতীয় প্রতিরক্ষা কলেজ ঢাকা থেকে স্নাতক লাভ করেন। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ এক্সিকিউটিভস কোর্সের ডিগ্রীও নেন। [১][২]
নৌবাহিনী জীবন
সম্পাদনামোহাম্মদ হাসান আলী খান বেশ কয়েকটি পোস্টে নেতৃত্ব দেন। রেঞ্জ অফ স্টাফ কম্যান্ড ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ঢাকা (অ্যাডমিন ঢাকা) ও নৌবাহিনীর সদর দফতরের নৌবাহিনীর সহকারী চিফ (লজিস্টিক্স) সহ স্টাফ কমান্ড পদে আয়োজিত ছিলেন। তিনি ১০ জানুয়ারি ২০০৫ সালে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও ১০ ফেব্রুয়ারি ২০০৭ সালে সেই পদ থেকে অবসরে যান।[১][২]
মৃত্যু
সম্পাদনা১৮ ফেব্রুয়ারি ২০১৩ সালে তিনি মারা যান এবং বনানী সামরিক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনাসামরিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী রিয়ার অ্যাডমিরাল শাহ ইকবাল মুজতবা |
নৌবাহিনী প্রধান ২০০৫ - ২০০৭ |
উত্তরসূরী ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম |