মোহামেদ নাশিদ

চতুর্থ মালদ্বীপের রাষ্ট্রপতি
(মোহাম্মদ নাশিদ থেকে পুনর্নির্দেশিত)

মোহামেদ নাশিদ (ধিবেহী: މުހައްމަދު ނަޝީދު; জন্ম ১৭ মে ১৯৬৭) মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ছিলেন। [১] ২০০৮ সালে দেশটির গণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত অবাধ এবং নিরপেক্ষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি। জলবায়ুর পরিবর্তন ও গণতন্ত্রের জন্য লড়াই, বিশ্বে প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠান, দেশের পর্যটন শিল্পের আয় দিয়ে নতুন দেশ গড়ার পরিকল্পনা প্রভৃতি কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছিলেন।[২]

মোহামেদ নাশিদ
মালদ্বীপের ৪র্থ রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১১ নভেম্বর ২০০৮ – ৭ ফেব্রুয়ারি ২০১২
উপরাষ্ট্রপতিমোহাম্মদ ওয়াহিদ হাসান
পূর্বসূরীমাউমুন আব্দুল কাইয়ুম
উত্তরসূরীমোহাম্মদ ওয়াহিদ হাসান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1967-05-17) ১৭ মে ১৯৬৭ (বয়স ৫৬)
মালে, মালদ্বীপ
রাজনৈতিক দলমালদ্বীপ গণতান্ত্রিক দল
দাম্পত্য সঙ্গীলায়লা আলী আব্দুল্লাহ
সন্তানমিরা লায়লা নাশিদ
জায়া লায়লা নাশিদ
প্রাক্তন শিক্ষার্থীলিভারপুল জন মুর বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

রাষ্ট্রপতিত্ব সম্পাদনা

১৯৭৮ সালে মাউমুন আব্দুল কাইয়ুম মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন এবং দীর্ঘ ৩০ বৎসর তিনি দেশ শাসন করেন। ২০০৮ সালে মালদ্বীপে প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এ নির্বাচনে মাউমুন আব্দুল কাইয়ুমকে পরাজিত করে এমডিপির মোহামেদ নাশিদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তার হাত ধরেই মালদ্বীপে নতুন করে গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়। কিন্তু তিন বসর ক্ষমতায় থাকার পর বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর সাথে মতপার্থক্যের কারণে তিনি পদত্যাগ করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মোহাম্মদ নাশিদ গ্রেপ্তার[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৮-১০-২০১২ খ্রিস্টাব্দ।
  2. রাজনৈতিক সঙ্কটের আবর্তে মালদ্বীপ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে,এম এস শহিদ, দৈনিক সংগ্রাম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০১২ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ সম্পাদনা

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
মামুন আব্দুল গাইয়ুম
মালদ্বীপের রাষ্ট্রপতি
২০০৮–২০১২
উত্তরসূরী
মোহাম্মদ ওয়াহিদ হাসান